Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSecond Marriage: মেয়েদের সম্পত্তির সমান ভাগ দিতে দ্বিতীয়বার বিয়ে দম্পতির 

Second Marriage: মেয়েদের সম্পত্তির সমান ভাগ দিতে দ্বিতীয়বার বিয়ে দম্পতির 

Follow Us :

কেরল: আন্তর্জাতিক নারী দিবসে (International Womens Day) তিন মেয়ের জন্য অভিনব সিদ্ধান্ত দম্পতির। বিয়ের ২৯ বছর পর ফের বিয়ে করলেন কেরলের (Kerala)  দম্পতি। তিন তরুণী মেয়ে ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিযের আইনি প্রক্রিয়া সারলেন তাঁরা । ২৯ বছর আগে মুসলিম পার্সোনাল ল মেনে বিয়ে করেছিলেন। এবার স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলেন দম্পতি। যাতে তিন মেয়ে তাঁদের সম্পত্তির সমান ভাগ পায় সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

ওই দম্পতি হলেন, কান্নুর বিশ্ববিদ্যালয়ের (Kannur University) বিভাগীয় প্রধান শিনা শুক্কুর (Sheena Shukkur)(৫১) ও তাঁর আইনজীবী স্বামী সি শুক্কুর (C. Shukkur) (৫৩)। কেরলের কাসারাগদ জেলার হোসডার্গে (Hosdurg in Kerala’s Kasaragod) সাব রেজিস্ট্রারের অফিসে বিয়ে করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। তাঁরা ১৯৯৪ সালে ৬ অক্টোবর মুসলিম পার্সোনাল ল (Muslim personal law) মেনে নিকাহ করেছিলেন। 

আরও পড়ুন: Rice into Low Ccarbon Plastic: চাল থেকে তৈরি হচ্ছে প্লাস্টিকের থলি, রেস্তরাঁর চামচ-কাঁটা চামচ, কোথায়? জেনে নিন

বিয়ে নথিবদ্ধ করার পর শীনা শুক্কুর সংবাদমাধ্যমকে বলেন, এটা শুধু আমাদের মেয়েদের বিষয় নয়। এটা লিঙ্গের সাম্য অধিকারের বিষয়। সেজন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক মর্যাদা ও সমান অধিকারের বার্তা দিচ্ছি। 
রবিবার একটি ফেসবুক বার্তায় এই দ্বিতীয় বিয়ের খবর প্রচার হতেই কৌতূহল তৈরি হয় অনেকের মধ্যে। সি শুক্কুর বলেন, আমাদের মেয়েরা আমাদের সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। কারণ আমাদের কোনও পুত্র সন্তান নেই। পুত্র থাকলে আমাদের সম্পত্তির সবটাই পেত। তাই এই সিদ্ধান্ত। শুক্কুরের এই ভাবনাকে সমর্থন জানিয়েছে অস্কার জয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি। তিনি লেখেন, তিনি যে পদক্ষেপ করেছেন সেটা চোখ খুলে দিয়েছে। তাঁর স্পিরিটের পাশে দাঁড়াচ্ছি।  অনেকে এই বিয়ে সমর্থন করলেও একাংশ অবশ্য দ্বিতীয় বিয়ের কী দরকার ছিল বলে প্রশ্ন তুলেছেন। তিনি তিন মেয়েকে সম্পত্তি উপহার দিতে পারতেন। তবে আইনজীবী ও তাঁর স্ত্রী বলেছেন, তাঁদের দ্বিতীয় বিয়ে হচ্ছে মহিলাদের অধিকারের সাম্য ও মর্যাদার বিষয়। 

 

 

RELATED ARTICLES

Most Popular