Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSupreme Court On OROP | এক পদ, এক পেনশন মামলায় বকেয়া মেটানোর...

Supreme Court On OROP | এক পদ, এক পেনশন মামলায় বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Follow Us :

নয়াদিল্লি: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের (Ex Servicemen) এক পদ, এক পেনশন (OROP) যোজনায় আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে তিনটি কিস্তিতে বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার এক নির্দেশে শীর্ষ আদালত কেন্দ্রকে জানিয়ে দেয়, ১০-১১ লক্ষ পেনশন প্রাপকের বকেয়া ওই সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। ২০২২ সালের রায় মানতে বাধ্য কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ আদালত এও বলেছে, এ বছরের ৩০ জুনের মধ্যে ৭০ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে অন্তত একটি কিস্তির টাকা দিয়ে দিতে। এছাড়া ৬ লক্ষ মৃত সেনাকর্মীর বিধবা স্ত্রী এবং সাহসিকতার জন্য পদকপ্রাপ্তদের বকেয়া পেনশন ৩০ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার কেন্দ্রের পেশ করা মুখবন্ধ খামে বক্তব্য গ্রহণ করতে অস্বীকার করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, মুখবন্ধ খামের ব্যক্তিগতভাবে বিরোধী আমি। এতে কোনও স্বচ্ছতা থাকে না। আদালতের সামনে গোপনীয়তার কী আছে? এই ব্যবস্থার শেষ হওয়া দরকার।

আরও পড়ুন: Anubrata Mandal | মনীশের জেল হেফাজতের নির্দেশ, ঠিকানা কি তিহার জেল?

প্রসঙ্গত প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এর আগের দিন শুনানিতে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে (Central Government) তিরস্কার করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের (Ex Servicemen) ‘এক পদ, এক পেনশনের’ (OROP) বকেয়া চারটি কিস্তিতে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud) এবং বিচারপতি পিএস নরসিমা ও জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ প্রতিরক্ষা মন্ত্রককে গত ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বকেয়া টাকা চারটি কিস্তিতে দেবে কেন্দ্র।

সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি সেদিন আদালতে বলেন, ওপিআরপি-র বকেয়ার এক কিস্তি প্রাক্তন সেনাকর্মীদের দেওয়া হয়ে গিয়েছে। বাকি টাকা দিতে আরও কিছু সময় চায় কেন্দ্র। এর জবাবে বেঞ্চ জানায়, আপনারা আগে ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি তুলে নিন। যাতে বলা হয়েছে, বকেয়া চার কিস্তিতে মেটানো হবে। তারপর আমরা আপনাদের সময় চাওয়ার আবেদন নিয়ে বিবেচনা করব। 

২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ বিপরীত। কেন্দ্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে, বকেয়া পেনশন চার কিস্তিতে দেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল আদালত জানিয়ে দেয়, বকেয়া মেটানোর মেয়াদ, পরিমাণ ও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তার একটি নোট প্রস্তুত করতে। বেঞ্চ জানায়, মামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখ পেনশন প্রাপকের মৃত্যু হয়েছে। তাই আমরা চাই যেসব সেনাকর্মীর বয়স বেশি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালত প্রতিরক্ষা মন্ত্রককে বকেয়া পেনশন দিতে দেরি হওয়ায় তুলোধনা করে। এ বিষয়ে মন্ত্রকের সচিবের কাছে ব্যাখ্যাও দাবি করে আদালত। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট ১৫ মার্চের মধ্যে ওআরওপি-র বকেয়া মেটানোর সময়সীমা ধার্য করে দিয়েছিল। কিন্তু, আচমকা ২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়, বকেয়া পেনশন চার বছরে চারটি কিস্তিতে মেটানো হবে।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, আপনি মন্ত্রকের সচিবকে গিয়ে বলে দেবেন ওই বিজ্ঞপ্তি জারির জন্য আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারি। ফলে উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন। বিচার প্রক্রিয়ার মান্যতা দিতে হবে। হয় সচিব বিজ্ঞপ্তি তুলে নেবেন, অথবা আমরা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করব। আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | সব মিথ্যা!! ঋদ্ধিকে ওপেন চ্যালেঞ্জ বোরিয়ার
55:39
Video thumbnail
নারদ নারদ | সিবিআই-এর কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
20:48
Video thumbnail
Sera 10 | আমি তৃণমূলে ছিলাম, আছি, তৃণমূলেই থাকার চেষ্টা করব: কুণাল
15:56
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
10:41
Video thumbnail
Stadium Bulletin | T20 World Cup | টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত উঠতে পারবে?
14:43
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | এক মঞ্চে তাপস-কুণাল! বিজেপি প্রার্থীর প্রশংসা
15:51
Video thumbnail
Tmc | তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা, মারামারি
03:22
Video thumbnail
Kunal Ghosh | সুদীপের প্রচারে না থাকলেও, ভোটের মধ্যেই একমঞ্চে তাপস ও কুণাল
06:42
Video thumbnail
Kunal Ghosh | কুণালের পাশে তাপস, সুদীপকে খোঁচা
06:42
Video thumbnail
৪টেয় চারদিক | 'EVM কারা তৈরি করল? কারা চিপ তৈরি করল?' ভোট বৃদ্ধি নিয়ে কমিশনকে নিশানা মমতার
50:24