Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাফের ভোল বদল আবহাওয়ার, রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

ফের ভোল বদল আবহাওয়ার, রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

Follow Us :

কলকাতা: বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা কমেছে। তবে   আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। আজ, বুধবার ভোরবেলায় কলকাতা সহ বেশ কিছু জেলায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বারার সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। 

হাওয়া অফিস জানাচ্ছে, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পুর্বাভাস রয়েছে। আগামী ৮ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার শহর কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।  

আরও পড়ুন: প্রান্তিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ দিয়ে চলেছেন মহান শিক্ষক 

এদিকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  আজ থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাত। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাড়তে পারে তাপমাত্রার পারদ। কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বর্তমানে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সেটি অবস্থান করছে। ধীরে-ধীরে সেটি পশ্চিম দিকে সরে দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগঢ়ের উপর অবস্থান করবে।

RELATED ARTICLES

Most Popular