Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকUkraine- Russia War: চেরনোবিলের মতো বিপর্যয় ঘটতে পারে ঝাপোরিৎঝিয়ায়, সতর্ক করল ইউক্রেন

Ukraine- Russia War: চেরনোবিলের মতো বিপর্যয় ঘটতে পারে ঝাপোরিৎঝিয়ায়, সতর্ক করল ইউক্রেন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দক্ষিণ ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পরমাণু শক্তি কেন্দ্র ঝাপোরিৎঝিয়ায় চেরনোবিল-কায়দায় হামলা চালাতে পারে রাশিয়া। গোটা বিশ্বকে এবং দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক দিয়ে ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়ার অধিকৃত এই পরমাণু কেন্দ্র এখন অদক্ষ রুশ বাহিনীর কবজায় আছে। ফলে যে কোনও মুহূর্তে এখানে যে কোনও ধরনের বিপদ ঘনিয়ে আসতে পারে। সে কারণে ইউক্রেন ঝাপোরিৎঝিয়ার পরমাণু কেন্দ্রের আশপাশ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুয়াতেরেসও রাশিয়া ও ইউক্রেনকে পরমাণু বিপর্যয় ঠেকাতে ওই এলাকা থেকে সেনা ও সমরসজ্জা প্রত্যাহার করতে বলেছেন।
ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী বলেছেন, রুশ দখলিকৃত ঝাপোরিৎঝিয়ায় চেরনোবিলের বিপর্যয় ঘটতে পারে। সেখানে রুশ শেল আছড়ে পড়তে পারে, এই সম্ভাবনায় নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নতুন করে রুশ হামলায় দুই পক্ষই বাগবিতণ্ডায় নেমেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর গত মার্চে ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্র ঝাপোরিৎঝিয়া দখল করে রাশিয়া। এই কেন্দ্রটি এখনও ইউক্রেনের টেকনিশিয়ান এবং প্রযুক্তি বিশারদরাই চালাচ্ছেন। কিন্তু, বৃহস্পতিবার এই পরমাণু কেন্দ্রেরই ধার ঘেঁষে শেল বর্ষণ করে রাশিয়া। যার কয়েকটি একেবারে তেজষ্ক্রিয় পদার্থ মজুত করা ভাণ্ডারের আশপাশেই।

আরও পড়ুন: Mood of the Nation poll: ২৪-এর প্রধানমন্ত্রী হিসেবে মোদির পাল্লাই ভারী, বলছে সমীক্ষা
ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কি রয়টারকে এক সাক্ষাৎকারে বলেছেন, এই কেন্দ্রটি এখন কেবলমাত্র শত্রুদেশের কবজায় আছে তাই নয়, অশিক্ষিত, অদক্ষ লোকজন এটা চালাচ্ছে। ফলে, এখানে যে কোনও সময় বিপর্যয় নেমে আসতে পারে। তা যদি হয়, তাহলে কত বড় বিপদ নেমে আসতে চলেছে সেটা সহজেই অনুমেয়। গুয়াতেরেসও দুই পক্ষকে সতর্ক করে বলেছেন, এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে। পরমাণু কেন্দ্রকে সামরিক অভিযানের আওতার বাইরে রাখতে।

RELATED ARTICLES

Most Popular