Placeholder canvas

Placeholder canvas
HomeআজকেAajke | ধূপগুড়ি নির্বাচন কী হবে? কে জিতবে?

Aajke | ধূপগুড়ি নির্বাচন কী হবে? কে জিতবে?

Follow Us :

ধূপগুড়িতে ভোটদান শেষ, একটা হিংসার ঘটনা নেই, মানুষ উপচে পড়ে ভোট দিয়েছে। উপনির্বাচনে সাধারণভাবে কম ভোট পড়ে, কিন্তু এবারে তা ৮০ শতাংশ ছাড়াবে বলেই মনে হচ্ছে। গতবারের হেরে যাওয়া তৃণমূল প্রার্থী শেষবেলায় গেলেন বিজেপিতে, অন্যদিকে বিজেপির হেভিওয়েট দীপেন প্রামাণিক বিজেপির রাজ্যস্তরের নেতা। তার ক’দিন আগেই যোগ দিয়েছেন তৃণমূলে। সারা দেশে ৭টা আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে উত্তরপ্রদেশের ঘোসি, ঝাড়খন্ডের ডুমরিতে সেই অর্থে ইন্ডিয়া জোটের ঘোষিত প্রার্থী আছেন। ত্রিপুরার ধনপুর বা বক্সিনগরে বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী আছেন, যেখানে বিজেপির আপাতত সমর্থক তিপ্রা প্রার্থী দেয়নি। উত্তরাখণ্ডের বাগেশ্বরে প্রাক্তন আপ কর্মী কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু এখানে সমাজবাদী দল প্রার্থী দিয়েছে আর বাংলার ধূপগুড়ি, কেরালার পুত্তপল্লিতে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেই লড়াই হচ্ছে। মোদ্দা কথা ইন্ডিয়া জোটের চেহারাটা এই উপনির্বাচনেও খুব ভালো নয় যদিও অন্তত দুটো আসনে কিছুটা হলেও টের পাওয়া যাবে। এবং বিশেষ করে ঘোসিতে, সেখানে এসপি-র বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেয়নি, নিজের সন্মান বাঁচিয়েছে এবং আগামী নির্বাচনের দিকে তাকিয়ে, জোটধর্ম রক্ষা করেছে। কিন্তু বাংলার ছবি তো আলাদা, এখানে বাম-কংগ্রেস শুধু প্রার্থী দেয়নি, যৌথ প্রচারে গোটা রাজ্যে তৃণমূলকে পরাস্ত করার ডাক সেইদিনেই দিয়েছে যেদিন মুম্বইতে কমরেড ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে বসে ছিলেন। কাজেই এই ধূপগুড়ির নির্বাচনের গুরুত্ব খুব কম নয়, কারণ ছাগল যদি নিজের থেকে খাঁড়ার তলায় ঘাড়টা গুঁজে দেয়, তাহলে সবারই দেখতে ইচ্ছে করবে যে সেই ছাগলের মাথা কাটা গেল কি না। আর সেটাই বিষয় আজকে, ধূপগুড়ি নির্বাচন কী হবে কে জিতবে?  

বিজেপির গতবারের নির্বাচিত বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন। এবারে তিনজন প্রার্থী, বিজেপি, তৃণমূল আর বাম কংগ্রেসের যৌথ প্রার্থী, তিনজনেই রাজবংশী, কারণ এই এলাকায় রাজবংশী ভোটারের আধিক্য। এদিকে চোখ রেখেই অনন্ত মহারাজকে রাজ্যসভায় নিয়ে গিয়েছে বিজেপি, তিনি আবার গ্রেটার কোচবিহার চান। কিন্তু মজার কথা হল তাঁকে এই নির্বাচনের প্রচারে খুব সামান্য ব্যবহার করা হল, কেন? সম্ভবত ওঁর ওই গ্রেটার কোচবিহারের দাবি ইত্যাদি এখানে খুব কাজে দেবে না তাই, বা অনাবশ্যক বিতর্ক তৈরি করবে তাই। কিন্তু সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী এলাকা চষে বেড়িয়েছেন, কিন্তু এখানেও সুকান্ত বা দিলু ঘোষের থেকে বিজেপি কর্মীরা শুভেন্দুর পিছনেই বেশি ঘুরেছেন। ওদিকে শাসকদলের তারকা থেকে রাজনৈতিক হেভিওয়েট ধূপগুড়িকে পাখির চোখের নিশানায় রেখেছেন, মহল্লা মহল্লা ঘুরেছেন। কংগ্রেসের ওই অধীর চৌধুরী ছাড়া তেমন কেউ না থাকলেও সেলিম, সুজন, মীনাক্ষীরা এলাকা জুড়ে প্রচার করেছেন। 

আরও পড়ুন: Fourth Pillar | এক দেশ এক নির্বাচন এবং মোদিজি’র মিথ্যাচার 

এক্কেবারে শেষলগ্নে দু’দিক থেকে দুই মাস্টারস্ট্রোক এল, সকালে তৃণমূলের প্রচারে থেকে বিকেলে বিজেপিতে যোগ দিলেন আগেরবারের প্রার্থী মিতালি রায়। আর অভিষেক তাঁর ঝাড়া এক ঘণ্টার বেশি ভাষণে বাম-কংগ্রেসকে একটা কথা না বলে সাফ জানিয়ে দিলেন ধূপগুড়ি আলাদা মহকুমা হচ্ছে। আজ ভোটের দিন জানা গেল কিছু সিপিআইএম সমর্থকও নাকি এই প্রথম তৃণমূলে ভোট দিলেন। কিন্তু এর মানে কি এইরকম যে তৃণমূল হাসতে হাসতে জিতবে? না সেরকমও নয়, যদিও ভোটের দিনে সবথেকে কনফিডেন্ট দেখাল তৃণমূলকে। বামেরা তাদের নিজস্ব পকেটে ঘুরেছেন, বিজেপি মাঠে ছিল কিন্তু সুর কেটেছে। অনেকে বলছে মিতালি রায়কে দলে নেওয়া বোধহয় বুমেরাং হল। রাজবংশী ভোট একদিকে যাচ্ছে তেমন কোনও ইঙ্গিত নেই। গতবারে ২০২১ বিজেপির ভোট ছিল ৪৫.৬৫ শতাংশ, তৃণমূলের ভোট ছিল ৪৩.৭৫ শতাংশ, বাম-কংগ্রেস জোটের ভোট ছিল ৫.৭২ শতাংশ। কিন্তু এরপরে মিউনিসিপ্যালিটি ভোট, পঞ্চায়েত ভোট হয়েছে, তার আগে পরে সব মিলিয়ে ৭টা উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে বিজেপির ভোট কমেছে, কোথাও কোথাও তো দু’ নম্বর থেকে তিন নম্বরে চলে গেছে বিজেপি। পঞ্চায়েত ভোটে তো তৃণমূলের জয়জয়কার। বামেরা কোথাও কোথাও বেড়েছে কিন্তু উত্তরবঙ্গে তারা খুব বেড়েছে, এরকম কোনও চিহ্ন নেই। সাধারণ হিসেব বলছে তৃণমূল ৪৬ শতাংশের মতো ভোট পেয়ে জিতবে। বিজেপি সম্ভবত ৩৮-৩৯ শতাংশ ভোটেই আটকে যাবে, বাম-কংগ্রেস ৭ শতাংশ মতো ভোট পাবে। এবং এরকম যদি হয় তাহলে তৃণমূল আরও আগ্রাসী হবে, এ রাজ্যে যদি কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হয়, তাহলে চাপ বাড়াবে। বিজেপি জিতলে সেটা আবার উত্তরবঙ্গে বিজেপির ঘুরে দাঁড়ানো হবে আর বাম-কংগ্রেসের ভোট ১০ শতাংশ ছাড়ালে, সেটা এক রিমার্কেবল ব্যাপার হবে। সবুজ আবির না গেরুয়া আবির উড়বে ৮ তারিখে, তা দেখতে রাজনৈতিক পণ্ডিতেরা বসে থাকবেন। কিন্তু তার আগে একটা প্রশ্ন আমাদের দর্শকদের আমরা করেছিলাম, যদি ধূপগুড়িতে বিজেপি জেতে, তৃণমূল হারে, আর সেই হার বাম-কংগ্রেসের ভোট কাটার জন্যই হয়, তাহলে এই হারের দায় কাদের ঘাড়ে চাপবে? শুনুন মানুষজন কী বলেছেন।

এমনিতে তৃণমূল জিতলে একটা সাধারণ কথা আসবে, উপনির্বাচনে তো শাসকদলই জেতে, যদিও তৃণমূলের কাছে এই জয় খুব জরুরি, যেমনটা জরুরি বিজেপির কাছে। কিন্তু বাম প্রার্থী তো জয়ের জন্য লড়ছেন না, খুব সাধারণভাবেই বলা যায় তাঁদের ভোট বিরাট বাড়লেও ১৫-১৭ শতাংশের বেশি তো কোনওভাবেই যাবে না। কিন্তু সেক্ষেত্রে সেই ভোট কাটাকুটিতে যদি তৃণমূল হারে তাহলে তা নিয়ে আলোচনা বহুদিন চলবে। ইন্ডিয়া জোটে তিক্ততা বাড়বে, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের মতো কিছু ঘটনাও দেখা যাবে। মোদ্দা কথা হল ধূপগুড়ির ফলাফল কিন্তু আগামী দিনের বাংলার রাজনীতিতে সবদিক থেকেই একটা মাইলফলক হয়ে থাকবে।      
    

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলার ৭টি লোকসভা কেন্দ্রে ভোট, কড়া নিরাপত্তায় মোড়া প্রতিটি DCRC
06:25
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | সৌগত রায়ের প্রচারে চন্দ্রিমা, সারলেন 'ডোর টু ডোর' প্রচার
02:14
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, দলিল নকল করে জমি বিক্রির অভিযোগ
03:15
Video thumbnail
Kakdwip News | ফের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জমি দখল করে টোটো স্ট্যান্ড করার চেষ্টা
02:27
Video thumbnail
Lok Sabha elections 2024 | আজ বঙ্গে ভোটের প্রচারে মোদির জনসভা ৩ কেন্দ্রে
05:21
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | জয়গাঁর খোকলাবস্তিতে জলকষ্ট, পাইপ বসানোর পরেও নেই জল সরবরাহ
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:40