Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলSkincare: এবার পার্লারের মত ফেসিয়াল করুন বাড়ি বসেই

Skincare: এবার পার্লারের মত ফেসিয়াল করুন বাড়ি বসেই

Follow Us :

দরজায় কড়া নাড়ছে পুজো, আর অপেক্ষা মাত্র কয়েকটা দিনের।এদিকে ওয়ার্ক ফ্রম হোম, কোভিডের সংক্রমণের ভয়, বর্ষার খামখেয়ালিপনায় নাস্তেনাবুদ হয়ে রূপচর্চার কথা বেমালুম ভুলে গেছেন আপনি। পুজোর আগে সালোঁ বা বিউটি পার্লারে গিয়ে ফেসিয়ালটা না করালেই নয়। কিন্তু এদিকে সামান্য হলেও কোভিডের সংক্রমণ বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে পার্লারগুলির ব্যস্ততা। পুজোর কটা দিনে নিজেদের সাজিয়ে নিতে চান সকলেই। তা আপনি পার্লারে না গিয়ে বরং একেবারে ইউ টার্ন নিয়ে, বাড়িতেই করে ফেলুন ফেসিয়্যাল।সংক্রমণের সম্ভাবনা যেমন এড়ানো যাবে তেমনি মূল্যবৃ্দ্ধির বাজারে পকেটেও টান পড়বে না। তা এই সব সমস্যার একটাই সমাধানের অ্যাট হোম ফেসিয়াল স্পা। বাড়িতেই প্রাকৃতিক উপাদানে ত্বকের পরিচর্যা করে ফিরিয়ে আনুন হারানো জৌলুস। কীভাবে করবেন রূপচর্চা জেনে নিন-

ফেসিয়্যালের আগে মনোরম পরিবেশ তৈরি করে নিন

মন অস্থির বা চঞ্চল হলে তার ছাপ পড়ে আমাদের মুখে। তাই রূপচর্চার প্রথম ধাপ হল বাড়িতে পছন্দের জায়গা বেছে নিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করুন।আপনার মোবাইল ফোন সুইচ অফ করে দিন। সালোঁতে থাকলে আপনি যেমন ফোন সরিয়ে রাখেন, বাড়িতেও সেটা মেনে চলুন। দুশ্চিন্তা যতটা পারবেন মন থেকে সরিয়ে ফেলুন। চাইলে আপনি স্নান সেরে নিন। এতে দেখবেন আপনার অনেকটা রিল্যাক্স  ফিল হবে। স্নান সেরে চুল বেঁধে নিন। যদি কোনও অলঙ্কার থাকে সেটা খুলে রাখুন। অ্যারোমেচটিক ক্যান্ডেল বা সেন্টেড মোমবাতি জ্বালিয়ে নিন। জোড়ালো আলো নিভিয়ে দিয়ে এই বাতি ব্যবহার করলে দেখবেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

ক্লেনজিং

ফেসিয়ালের আগে বলা বাহুল্য মুখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য ডিপ ক্লেনজিং ফেস ওয়াশ বেছে নিন। এবং মুখে লাগিয়ে নিয়ে হাল্কা হাতে এই ফেস ওয়াশ মুখে সার্কুলার মোশনে মালিশ করুন। ভাল করে চোখের কোনে, নাকের ধার গুলো, কানে ডলে নিন যাতে কোথায় ময়লা জমে থাকতে না পারে।

এক্সফোলিয়েট

ক্লেনজিংয়ের পরে এক্সফোলিয়েশন আমাদের ত্বক থেকে মৃত কোষ নিমেষে সরিয়ে ফেলে। এর জন্য আপনি কোনও ফেসিয়্যাল স্ক্রাব বাছতে পারেন। কিংবা ঘরেই চিনি, মধু ও সামন্য দুধ দিয়ে স্ক্রাবার তৈরি করে নিতে পারেন। যেভাবে ক্লেনজার দিয়ে মুখ ধুয়েছিলেন একই ভাবে হাল্কা ডলে স্ক্রাব করে নিন। এতে ত্বকে জমে থাকা মৃত কোষ সরে যাবে। ত্বকে জেল্লা ফুটে উঠবে। এই স্ক্রাব ব্যবহার করে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

স্টিম

ভাল ফল পেতে মুখে ভাপ নিন। এর ফলে মুখের রোমকূপের ছিদ্রগুলোর মুখ খুলে যাবে। একটি পাত্রে  গরমজল নিয়ে তাতে তোয়ালে ভিজিয়ে নিন। এই তোয়ালে নিঙরে নিয়ে বাড়তি জল ফেলে দিন। এবার এই তোয়ালে মুখের ওপর রাখুন। ভাপটা নিন। চাইলে কয়েক ফোঁটা আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।এর গন্ধে আপনার আরও আরাম লাগে।

মাস্ক

এবার মাস্ক লাগানোর পালা। মাস্ক ছাড়া যে কোনও ফেসিয়াল অসম্পূর্ণ। তাই প্রাকৃতিক উপাদানে তৈরি মাস্ক, কিংবা শিট মাস্ক বা পিল অফ মাস্ক ব্যবহার করতে পারেন। তবে এই মাস্ক ব্যবহারের আগে .নিজের ত্বকের ধরণ বুঝে নিতে হবে এবং সেই মতো আপনাকে মাস্ক বেছে নিতে হবে। যেমন মধু দিয়ে তৈরি মাস্ক সব ত্বকের ক্ষেত্রেই ভাল কাজ করে। আবার তৈলাক্ত ত্বক হলে মাড মাস্ক কাজ করে ভাল। এমন একটা মাস্ক বাছুন যা আপনার ত্বক হাইড্রেট, এক্সফোলিয়েটও ডিটক্সিফাই, এই তিনটের কাজ করতে পারবে। এই বাছাবাছির কাজ হলে মাস্ক মুখে লাগিয়ে নিন এবং চোখের ওপর দুটো শশার টুকরো রেখে নিন। কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট এই মাস্ক মুখে রেখ দিন। এরপর মাস্ক ধুয়ে ফেলুন।

ময়শ্চারাইজার

ফেসিয়ালের শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হল মুখ ময়শ্চারাইজার করা। এর জন্যে ঘরোয়া উপায় তৈরির টোনার কিংবা বাজার থেকে কেনা টোনার ব্যবহার করতে পারেন। যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে চান তা হলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। পরে একটা ক্রিম যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এই ময়শ্চারাইজার ভাল করে মুখে মাসাজ করে নিন। ব্যাস আপনার ত্বক একেবারে তৈরি।

তবে, ফেসিয়ালের পরে অন্তত দু’ঘন্টা বাড়ির বাইরে যাবেন না।

ছবি সৌজন্য : Canva/ Pexels

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15