Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরজলপাইগুড়িতে ক্রমেই বাড়ছে অজানা জ্বরের প্রকোপ

জলপাইগুড়িতে ক্রমেই বাড়ছে অজানা জ্বরের প্রকোপ

Follow Us :

জলপাইগুড়ি : প্রতিদিন জলপাইগুড়ি জেলার সদর হাসপাতালের শিশু বিভাগে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেশিরভাগ শিশু ভর্তি হচ্ছে বলে দাবি জেলা হাসপাতালের। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৩১ জন শিশু ভর্তি হয়েছে ওই হাসপাতালের শিশু বিভাগে। শিশুদের চিকিৎসা আরও দ্রুত করতে ও পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) পরিকাঠামো তৈরি হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও পড়ুন : উত্তরবঙ্গে অজানা জ্বরে আক্রান্ত আরও শিশু, বাড়ানো হচ্ছে পিকু-নিকু বেড

এদিন শিশুদের চিকিৎসা কেমন চলছে তা খতিয়ে দেখলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার গয়ারাম নস্কর। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য আধিকারিকরা। শিশুদের পরিজনদের সঙ্গে কথা বললেন তাঁরা। চেয়ারম্যান বলেন, “আগের থেকে শিশুদের শারীরিক অবস্থা অনেকটাই ভাল আছে। নতুন করে ২৪ ঘণ্টায় ১৯জন শিশু ভর্তি হয়েছে। ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৪ জন শিশুকে।” অন্যদিকে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীরা কেমন আছেন তা খোঁজ করতে হাসপাতাল পরিদর্শন করলেন চেয়ারম্যান।

RELATED ARTICLES

Most Popular