Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলKitchen Essentials: বাসন মাজার কাজ সহজ করতে দারুণ কাজের এগুলি

Kitchen Essentials: বাসন মাজার কাজ সহজ করতে দারুণ কাজের এগুলি

Follow Us :

একেই উত্সবের মরসুম তার ওপর আবার থেকে থেকেই বৃষ্টি। এর মধ্যে বেশ কয়েক দিনই ডুব মেরেছে কাজের লোক। এদিকে কিছু বলারও নেই উত্সবের দিনগুলিতে প্রত্যেকেরই ছুটির প্রয়োজন। কিন্তু কাজের লোকের অভাবে চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে আপনাকে। এদিকে কোভিডের কারণে বাইরে কোথাও গিয়ে খাওয়ারে অনিচ্ছা অন্যদিকে আবার পুজোর ভিড়। তাই পাহাড় প্রমাণ বাসন মাজতে হয়েছে সেই আপনাকেই। আর এর ফলে হাতের যা অবস্থা হয়েছে তা আলাদা করে বলার কিছুই নেই। তা এই সব পরিস্থিতির সামাল দিতে বাড়িতে রাখুন এই সরঞ্জামগুলি। এতে বাসন মাজার কাজও সহজ হবে, সময় কম লাগবে এবং হাতও ভাল থাকবে।

সিলিকন ক্লিনিং হ্যান্ড গ্লোভস

এই বিশেষ ধরনের গ্লাভস জোড়া অন্যান্য গ্লাভের তুলনায় লম্বা এবং এতে স্ক্রাবার লাগানো। তাই ডিশওয়াশার আর জল দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে  হাত রুক্ষ হবে না। আবার গ্লাভসে থাকা স্ক্রাবারের সাহায্যে বাসন সহজেই পরিষ্কার করা যাবা।

সোপ ডিসপেনসার ফর ডিশওয়াশার

ই-কমার্স প্ল্যাটফর্মে  আজকাল অনেক ধরনের সোপ ডিসপেনসার পাওয়া যায়। রান্নাঘরের জন্য এরকমই কোন সোপ ডিসপেনসার বেছে নিন এতে বাড়তি ডিশ ওয়াশার নষ্ট হবে না, বাসনে ডিশওয়াশারের ফ্যানা সহজেই ধুয়ে ফেলা যাবে।

কিচেন-সিঙ্ক অর্গানাইজার

বাসনপত্র ধোয়া হয়ে গেলেই আর একটা কঠিন কাজ হল বাসন ধুয়ে মুছে গুছিয়ে রাখা। এই ক্ষেত্রে এই অর্গানাইজার ভীষণ কাজের। এতে ছুড়ি, পিলারে জল জমে  জং লাগবে  না। আবার হাওয়া লেগে বাসন শুকিয়ে গেলে তা মুছে তুলতে সুবিধে হবে। বাসনের গায়ে জলের দাগ জমবে না।

ছবি সৌজন্য: Unsplash

 

RELATED ARTICLES

Most Popular