Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলRam Navami 2023 | দেশের কোথায় কোথায় রাম নবমীর জনপ্রিয়তা তুঙ্গে?...

Ram Navami 2023 | দেশের কোথায় কোথায় রাম নবমীর জনপ্রিয়তা তুঙ্গে? দেখে নিন

Follow Us :

কলকাতা: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম জনপ্রিয় উৎসব রাম নবমী (Ram Navami)। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন হয়। উত্তর ভারতে রাম নবমীর জনপ্রিয়তা অনান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। তবে বাংলাতেও এখন রাম নবমী বেশ বড় করে উদযাপন হচ্ছে। ভারত ছাড়া নেপাল ও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পূজা প্রচলিত আছে। এবছর রাম নবমী উৎসব আর মাত্র এক সপ্তাহ পর। ৩০ মার্চ, ব্রহস্পতিবার।  

পুরাণ মতে, ‘রমন্তে সর্বত্র ইতি রাম’ যার অর্থ রাম সব জায়গায় আছেন। রাম (Ram) হলেন, হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। একজন জনপ্রিয় দেবতা। হিন্দু ধর্মগ্রন্থতে তাঁকে অযোধ্যার রাজা বলা হয়েছে। পুরাণ অনুযায়ী, রামকে আদর্শ মানুষ মনে করা হয়। তিনি বাবার সম্মান রক্ষার জন্য সিংহাসনের অধিকার ছেড়ে দিয়ে চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন। তাঁর স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ তাঁর বিচ্ছেদ সহ্য করতে পারবেন না বলে তাঁরাও রামের সঙ্গে বনবাসে যান। বনবাসের সময় লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। এরপর রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ বাঁধে। যুদ্ধে রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি সম্রাট হন। তাঁর রাজত্বকালে প্রজারা সুখে, শান্তিতে বাস করত। প্রজারা ন্যায়বিচার পেতেন। যে জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে “রামরাজ্য” বলার প্রবণতা চালু হয়।

আরও পড়ুন : Ram Navami 2023 | রাম নবমী এই চার রাশির জন্য আনছে সৌভাগ্য, দেখে নিন কোন কোন রাশি  

রাম নবমীর দিনটিতে রাম কথার বর্ণনা করে ও রাম কাহিনী পড়ে পালন করা হয়। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন। রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করা।

হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, রামের পুজো করলে খ্যাতি এবং সৌভাগ্য আসে। জীবনে সুখ এবং সমৃদ্ধি থাকে এবং সমস্ত কাজ  বিনা বাধায় সম্পন্ন হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগে রাম ভগবান বিষ্ণুর অবতার রূপে জণ্মেছিলেন। তাই রামের জণ্মদিনটি রাম নবমী উৎসব রূপে পালন করা হয়। রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থেও রামের উল্লেখ আছে।

RELATED ARTICLES

Most Popular