Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভীমা কোরেগাঁও মামলায় সুপ্রিম কোর্টে জামিন সোমা সেনের
Supreme Court

ভীমা কোরেগাঁও মামলায় সুপ্রিম কোর্টে জামিন সোমা সেনের

Follow Us :

নয়াদিল্লি: নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ও ইউএপিএ আইনে অভিযুক্ত সোমা সেনকে কঠোর শর্তে জামিন। ভীমা কোরেগাঁও মামলায় মাওবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন আইনে তিনি ধৃত। ২০১৮ সালের ৬ জুন থেকে জেল হেফাজতে।

ওই আইনের যে ধারা অনুযায়ী, অভিযুক্তকে জামিন মঞ্জুর করা যায় না, সেই ধারাটি এখানে প্রযোজ্য নয়। দ্বিতীয়ত বয়সজনিত কারণে তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছেন। তৃতীয়ত মূল মামলার শুনানি বিলম্বিত হয়ে চলেছে। এই তিন কারণে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির রায়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্নীতি, হিংসায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

প্রসঙ্গত ১৫ মার্চ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আদালতকে জানায়, অভিযুক্তকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। তিনি মহারাষ্ট্রের বাইরে আদালতের অনুমতি ছাড়া যেতে পারবেন না। নিজের ঠিকানা ও মোবাইল নম্বর সহ পাসপোর্ট আদালতে পেশ করতে হবে। তাঁর মোবাইল ফোনের অবস্থান ও জিপিএস চালু রাখতে হবে এবং তদন্তকারী অফিসারের সঙ্গে তা পেয়ার করে রাখতে হবে। যাতে তাঁর অবস্থান তদন্তকারী জানতে পারেন। নির্দেশ আদালতের।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular