Placeholder canvas

Placeholder canvas
HomeদেশGroup Captain Varun Singh: সরকারি চাকরি ও ১ কোটি টাকা পাবে বরুণের...

Group Captain Varun Singh: সরকারি চাকরি ও ১ কোটি টাকা পাবে বরুণের পরিবার

Follow Us :

ভোপাল: বৃহস্পতিবার বায়ুসেনার বিশেষ বিমানে ভোপাল পৌঁছয় কুন্নুর কপ্টার (Coonoor Chopper Crash) দুর্ঘটনায় নিহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের (Group Captain Varun Singh) মরদেহ৷ জাতীয় পতাকায় মোড়া ছেলের দেহ হাতে পায় তাঁর পরিবার৷ এ দিন বরুণের পরিবারের সঙ্গে দেখা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ পরে সাংবাদিকদের তিনি বলেন, ভোপালের কোনও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বরুণ সিংয়ের নামে রাখা হবে বলে আমরা ঠিক করেছি৷ পাশাপাশি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে৷ সরকারের তরফে বরুণের পরিবারকে ১ কোটি টাকা দেওয়া হবে৷ পরিবারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এ দিন ভোপাল যাওয়ার আগে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কার এয়ারফোর্স স্টেশনে প্রয়াত অফিসারের প্রতি শ্রদ্ধা জানান পরিবারের কয়েকজন সদস্য। বরুণের পরিবার জানিয়েছে, শুক্রবার তাঁর শেষকৃত্য হবে। বরুণ সিং-কে ২০২০ সালে স্বাধীনতা দিবসে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল। যান্ত্রিক ক্রুটি সত্ত্বেও তেজস যুদ্ধবিমানকে সাবধানে অবতরণ করেছিলেন৷ এতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল৷ সেই সাহসিকতার জন্য জন্য তিনি শৌর্য চক্র পেয়েছিলেন৷  

 

বেঙ্গালুরুর কমান্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন বরুণ সিং৷ কিন্তু ৮ দিনের মাথায় থেমে যায় লড়াই৷ বুধবার সকালে হাসপাতালে মারা যান ৮ ডিসেম্বর কুন্নুর কপ্টার দুর্ঘটনায় জীবিত একমাত্র আরোহী৷ ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি৷ শরীরের ৮০ শতাংশ ঝলসে গিয়েছিল৷ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বায়ুসেনার তরফে টুইট করে দুঃসংবাদটি দেওয়া হয়৷

RELATED ARTICLES

Most Popular