Placeholder canvas

Placeholder canvas
Homeদেশপ্রয়াত পাকপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানি

প্রয়াত পাকপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানি

Follow Us :

শ্রীনগর: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাশ্মীরের হুরিয়ত নেতা সৈয়দ আলি গিলানি(Syed Ali Shah Geelani)। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম মদতদাতা ছিলেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানের পক্ষে আওয়াজ তোলা কট্টর রাজনৈতিক ব্যক্তি ছিলেন এই গিলানি।

চলতি সপ্তাহের বুধবার সন্ধ্যার দিকে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর পুরো নাম সৈয়দ আলি শাহ গিলানি। জামাত-ই ইসলামি কাশ্মীরের সদস্য ছিলেন এই গিলানি। কাশ্মীরের পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে গড়েছিলেন তেহরিক-ই-হুরিয়ত।

তিনিই ছিলেন অল পার্টি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান। তিন দফায় তিনি জম্মু কাশ্মীরের বিধানসভার সদস্য হয়েছিলেন। কাশ্মীরের সপোরে কেন্দ্র থেকে ১৯৭২, ১৯৭৭ এবং ১৯8২ সালে বিধায়ক হয়েছিলেন গিলানি। হ্যাট্রিক করা বিধায়কের যথেষ্ট প্রভাব ছিল সমগ্র উপত্যকায়। ২০২০ সালে তিনি হুরিয়তের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন।

আরও পড়ুন- মৌলিক অধিকার দিয়ে গরুকে জাতীয় পশু ঘোষণা করার প্রস্তাব আদালতের

১৯২১ সালে কাশ্মীরের সীমান্ত লাগোয়া বারামুল্লা এলাকায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। লাহোরের ওরিয়েন্টাল কলেজে লেখাপড়া করেছেন তিনি। দেশভাগের সময়ে কাশ্মীর পাকিস্তানের অঙ্গ না হওয়ার কারণে আন্দোলন শুরু করেন তিনি। ভারত সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল ২০১০ সালে।

আরও পড়ুন- নেশা ও দেহ ব্যবসার কারবার রুখতে তারকেশ্বরে হোটেলে অভিযান তৃণমূলের

কাশ্মীরে ভারতীয় সেনা অত্যাচার চালায় বলে আন্তর্জাতিক মহলে একাধিকবার অভিযোগ জানিয়েছেন এই হুরিয়ত নেতা। সাম্প্রতিক অতীতে কাশ্মীরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উপরে হামলা চালিয়েছে জঙ্গিরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। জঙ্গিদের ওই সকল ক্রিয়াকলাপের পিছনে গিলানির হাত রয়েছে বলেও জানিয়েছিলেন ফারুক আবদুল্লা।

শ্রীনগরে গিলানির বাড়ি

গিলানির জন্মস্থান সীমান্ত লাগোয়া কাশ্মীরের বারামুল্লা। জঙ্গল ঘেরা ওই এলাকায় এখনও জঙ্গিদের উপদ্রব রয়েছে। প্রায়ই চলে এনকাউন্টার। তাঁর নির্বাচনী কেন্দ্র সপোরেতেও জঙ্গিদের সক্রিয়তা। বুধবার শ্রীনগরের হায়দারপোরা এলাকার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সমগ্র উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

আরও পড়ুন- আফগান পরিস্থিতি নিয়ে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা জয়শঙ্করের

হুরিয়ত নেতা গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী জানিয়েছেন যে গিলানির সঙ্গে তাঁদের মতের অমিল থাকলেও হুরিয়ত নেতাকে তিনি সম্মান করেন। স্বর্গলাভের প্রার্থণা করে গিলানির পরিবারে সমবেদনা জানিয়েছেন মেহবুবা। অন্যদিকে গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

RELATED ARTICLES

Most Popular