Placeholder canvas

Placeholder canvas
HomeদেশIAF Chopper Crashed: চপার দুর্ঘটনার তদন্তে তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠন বায়ুসেনার

IAF Chopper Crashed: চপার দুর্ঘটনার তদন্তে তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠন বায়ুসেনার

Follow Us :

নয়াদিল্লি: চপার দুর্ঘটনার (Chief Of Defence Staff Bipin Rawat) তদন্তে তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠন করল বায়ুসেনা (tri-service Court)। বায়ুসেনা টুইটে জানিয়েছে, তদন্তটি (IAF Chopper Crashed) দ্রুত শেষ করা হবে এবং সঠিক তথ্য সামনে আসবে। ততক্ষণ পর্যন্ত, মৃত ব্যক্তিদের (IAF Chopper Crashed) মর্যাদা-সম্মানের কথা জল্পনা এড়ানোর বার্তা দিয়েছে বায়ুসেনা।

বৃহস্পতিবার লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করবে সেনার তিন বাহিনী। এয়ার অফিসার কম্যান্ডিং-ইন-চিফ ট্রেনিং কম্যান্ড এয়ার মার্শাল মানভিন্দর সিং ওই তদন্তের নেতৃত্ব দেবেন৷ রাজনাথের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তিন বাহিনীর সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠন করল বায়ুসেনা।

বায়ুসেনার চপারটি বুধবার সকাল ১১টা ৪৮-এ সুলুর এয়ারবেস থেকে যাত্রা শুরু করে৷ দুপুর ১২টা ১৫-তে ল্যান্ড করার কথা ছিল চপারটির৷ অর্থাৎ, মাত্র ২৭ মিনিট আকাশে ওড়ার কথা ছিল। কিন্তু ১২টা ৮ মিনিটে সুলুর এটিসি-র সঙ্গে চপারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ রাডার থেকে মুছে যায় Mi-17V5 চপার। তার কিছুক্ষণের কুন্নুরের নীলগিরি পাহাড়ে চপারটি ভেঙে পড়ে চপারটি। ওই কয়েক মিনিটে কী হয়েছিল, সেটাই খুঁজে বার করবেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: Bipin Rawat: চপার দুর্ঘটনার তদন্ত করবে সেনার তিন বাহিনী, লোকসভায় জানালেন রাজনাথ

বায়ুসেনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, কুয়াশা পড়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত সেই কারণেই চপারটি নীলগিরির ঘন জঙ্গলে ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। তার পরেই আগুন ধরে যায়। সস্ত্রীক জেনারল বিপিন রাওয়াত সহ ১৩ জন মারা যান। অন্য একটি সূত্রে দাবি, দুর্ঘটনা ঘটনার আগেই সেনা চপারে আগুন ধরে গিয়েছিল। সে ক্ষেত্রে চপারের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার দুপুরে সুলুর বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের চপার। কুন্নুরের নীলগিরিতে কপ্টারটি ভেঙে পড়ে৷ কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হন। দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক প্রাণ হারিয়েছেন৷ এই দুর্ঘটনায় কপ্টারের একজনই জীবিত রয়েছেন। তিনি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। 

আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিং ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন তেজস-কেও

RELATED ARTICLES

Most Popular