Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsVarun Singh: ভোপালে পৌঁছল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের কফিনবন্দি দেহ, শুক্রবার শেষকৃত্য

Varun Singh: ভোপালে পৌঁছল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের কফিনবন্দি দেহ, শুক্রবার শেষকৃত্য

Follow Us :

নয়াদিল্লি: বায়ু সেনার বিশেষ বিমানে বৃহস্পতিবার ভোপালে পৌঁছল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh)৷ ভোপালে নিয়ে যাওয়ার আগে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কার এয়ার ফোর্স স্টেশনে প্রয়াত অফিসারের প্রতি শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। বরুণের পরিবার জানিয়েছে, শুক্রবার তাঁর শেষকৃত্য হবে।  

বরুণ সিং-কে ২০২০ সালে স্বাধীনতা দিবসে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল। এরিয়াল এমার্জেন্সির সময়ে এলসিএ তেজস যুদ্ধবিমানকে বাঁচানোর জন্য তাঁকে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল।

মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে হেরে গেলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ বুধবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে৷ ৮ ডিসেম্বর কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় (Coonoor Chopper Crash) গুরুতর জখম হন তিনি৷ শরীরের ৮০ শতাংশ ঝলসে গিয়েছিল৷ সে দিনের দুর্ঘটনায় তিনিই ছিলেন একমাত্র জীবিত৷ সিডিএস বিপিন রাওয়াত (CDS Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা-সহ মোট ১৩ জন ওই চপার দুর্ঘটনাতেই মারা যান৷ 

আরও পড়ুন-অজয় মিশ্রকে সতর্ক করা হল, তবে তাঁর ইস্তফা চান না শাহ

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বায়ুসেনার তরফে টুইট করে দুঃসংবাদটি দেওয়া হয়৷ টুইটে বায়ুসেনা জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যু হয়েছে৷ ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়৷  বরুণ সিংয়ের মৃত্যুতে বায়ুসেনা গভীর শোকাহত৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হল৷ 

 

RELATED ARTICLES

Most Popular