Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJharkhand Pooja Singhal: মনরেগার কোটি টাকা তছরুপ, আইএএস পূজা সিঙ্ঘল ইডির হাতে...

Jharkhand Pooja Singhal: মনরেগার কোটি টাকা তছরুপ, আইএএস পূজা সিঙ্ঘল ইডির হাতে গ্রেফতার

Follow Us :

রাঁচি: প্রথমদিন নয় ঘণ্টা জেরা৷ দ্বিতীয়দিন ফের ইডির মুখোমুখি হতেই গ্রেফতার ঝাড়খণ্ডের আইএএস অফিসার পূজা সিঙ্ঘল৷ তাঁর বিরুদ্ধে একশো দিনের কাজের প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগের তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ বুধবার ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইডি অফিসে তলব করা হয়৷ এদিন সকাল সাড়ে ১০টার পর রাঁচির ইডি অফিসে হাজির হন পূজা৷ বিকালে পাওয়া যায় তাঁর গ্রেফতারির খবর৷

২০০০ সালের আইএএস অফিসার পূজা সিঙ্ঘল৷ বর্তমানে তিনি ঝাড়খণ্ডের খনি সচিব৷ গত ৬ মে ইডি অফিসাররা পূজা ও তাঁর ব্যবসায়ী স্বামী অভিষেক ঝা-এর বাড়ি ও অন্যান্য জায়গায় তল্লাশি চালায়৷ এরপর মঙ্গলবার আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা৷ ৯ ঘণ্টা ধরে চলা ওই জিজ্ঞাসাবাদ আইএএস অফিসারের বয়ান রেকর্ড করে তদন্তকারী সংস্থা৷ বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ইডি অফিসে তলব করা হয়৷ এর কিছুক্ষণ বাদেই গ্রেফতার করা হয় পূজাকে৷

আগামিকাল তাঁকে তোলা হবে আদালতে৷ এই মামলায় আগেই ধরা পড়েছে পূজার স্বামী অভিষেক ঝা এবং তাঁর সিএ সুমন কুমার৷ সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেকের চারটি বিলাসবহুল গাড়ি৷ তদন্তের পর ইডি জানিয়েছে, গাড়িগুলি কেনার লেনদেনে অস্বচ্ছতা রয়েছে৷ অন্য কেউ গাড়িগুলি কিনে থাকতে পারে৷ এছাড়া গত সপ্তাহে রাঁচি, কলকাতা, মুম্বই, চণ্ডীগড়-সহ ১৮টি জায়গায় তল্লাশি চালায় ইডি৷ উদ্ধার হয় ১৯ কোটি টাকা৷ তদন্তকারীরা জানিয়েছেন, সেগুলি সিঙ্ঘলদের টাকা৷ এত টাকার উৎস কী সেটা জানার চেষ্টা করেন তাঁরা৷

RELATED ARTICLES

Most Popular