Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRashtrapatni row: অধীরের মন্তব্য নিয়ে শুক্রবারও উত্তাল সংসদ

Rashtrapatni row: অধীরের মন্তব্য নিয়ে শুক্রবারও উত্তাল সংসদ

Follow Us :

নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিতর্কিত মন্তব্য নিয়ে শুক্রবারও উত্তাল হল সংসদের দুই কক্ষ। লোকসভার অধিবেশন চালু হতে না হতেই মুলতুবি হয়ে যায় হইহল্লায়। একই অবস্থা হয় রাজ্যসভাতেও। রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার বেলা ১১ টা মুলতুবি রাখা হয়। 

বুধবার সাংসদদের ধরনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধীর রাষ্ট্রপতির বদলে একবার বলে ফেলেন রাষ্ট্রপত্নী। তা নিয়েই বিজেপি সংসদের বাইরে এবং ভিতরে হল্লা জুড়ে দেয়। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রবীণ কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীকে তুমি সম্বোধন করে কটাক্ষ করেন। পাল্টা সোনিয়া তাঁকে বলেন, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে। বিজেপি সাংসদরা সোনিয়ার দিকে মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ। বিজেপির পাল্টা অভিযোগ, সোনিয়া স্মৃতি ইরানিকে অপমান করেছেন। বিজেপির দাবি, সোনিয়ার নির্দেশেই অধীর রাষ্ট্রপতি সম্পর্কে কটূ মন্তব্য করেছেন। এর জন্য সোনিয়াকে এবং অধীরকে ক্ষমা চাইতে হবে।

অধীর জানান, তিনি একবার মুখ ফস্কে বলে ফেলেছেন ওই শব্দ। এটা তাঁর অনিচ্ছাকৃত ভুল। তিনি বলেন, ক্ষমা চাইব রাষ্ট্রপতির কাছে। আর কারও কাছে নয়। এর জন্য আমি রাষ্ট্রপতির কাছে সময়ও চেয়েছি। শুক্রবার সংসদের অধিবেশন শুরু হতেই বিজেপি সাংসদরা চেঁচামেচি জুড়ে দেন। পাল্টা চেঁচামেচি করেন কংগ্রেস সদস্যরাও। স্পিকার অধিবেশন মুলতুবি করে দেন। 

এরই মধ্যে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। রাজনৈতিক মহল মনে করছে, বিরোধীরা যখন মুদ্রাস্ফীতি, জিএসটি-সহ বিভিন্ন ইস্যুতে সংসদ অচল করে রেখেছেন, তখন অধীরের মন্তব্যে বিজেপি নতুন অস্ত্র হাতে পেয়ে গিয়েছে। এই অস্ত্রেই তারা বিরোধীদের কাবু করতে চায়। সেই কারণেই অমিত এবং স্মৃতি রাষ্ট্রপতি ভবনে যান। 

সোনিয়া এদিন দলীয় সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেখানে তিনি জানান, সংসদে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। অধীর তো আগেই ক্ষমা চেয়েছেন। তিনি রাষ্ট্রপতির কাছে সময়ও চেয়েছেন। কংগ্রেস সাংসদরা বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে এটিকে ইস্যু করছে। কংগ্রেস বিজেপি সদস্যদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চাইছে। বিজেপিও অধীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জাতীয় মহিলা কমিশন অধীরকে চিঠি দিয়েছে। কমিশন চিঠি দিয়ে সোনিয়ার কাছে জানতে চেয়েছে, তিনি অধীরের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | Basirhat | বসিরহাটে মমতার সভায় রওনা সন্দেশখালির প্রতিবাদীদের
02:21
Video thumbnail
Election 2024 | Arup Chakraborty | বাঁকুড়ার শালতোড়ায় অরূপ চক্রবর্তীর সমর্থনে অভিষেকের জনসভা
02:03
Video thumbnail
TMC | বরানগরে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ খারিজ BJP র!
02:54
Video thumbnail
Teesta River | সিকিমের হড়পা বানে তিস্তার উচ্চতা বৃদ্ধি, শুরু বাঁধ ও স্পার নির্মাণ
01:57
Video thumbnail
Top News | ফের ৮.৫ লক্ষ টাকা উদ্ধার থেকে সোনামুখী এবং পুরুলিয়াতেও সভা অভিষেকের
45:05
Video thumbnail
Coal Smuggling Case | কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার হাজিরা অনুপ মাজি ওরফে লালার
04:28
Video thumbnail
Jorabagan Crossing | ফের ৮.৫ লক্ষ টাকা সহ ১ ব্যক্তি গ্রেফতার জোড়াবাগান ক্রসিং থেকে
03:20
Video thumbnail
ধর্মবুদ্ধে মুখোমুখি | শুভেন্দু হলদিয়া শিল্পাঞ্চলকে শ্মশানে পরিণত করেছে: সায়ন
06:07
Video thumbnail
Baranagar News | বরানগরে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ খারিজ BJP র!
03:06
Video thumbnail
Abhishek Banerjee | ষষ্ঠ দফা ভোটের আগে বিষ্ণুপুরে সুজাতা মণ্ডলের সমর্থনে অভিষেকের সভা
01:52