Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমঙ্গলে শিবসেনার সাত ও বিজেপির আট মন্ত্রীর শপথ

মঙ্গলে শিবসেনার সাত ও বিজেপির আট মন্ত্রীর শপথ

Follow Us :

মুম্বই: সরকার গঠন হওয়ার ৪০ দিন বাদে অবশেষে মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে ও বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হচ্ছে৷ নতুন মন্ত্রীরা আগামিকাল অর্থাৎ মঙ্গলবার শপথ নেবেন তা সোমবারই জানিয়ে দেওয়া হয়৷ মোট দু’দফায় হবে শপথগ্রহণ৷ মঙ্গলবার প্রথমদফায় মোট ১৫ জন বিধায়ক শপথবাক্য পাঠ করবেন৷ দ্বিতীয় দফায় বাকিরা শপথ নেবেন৷ সেই দিনটি এখনও চূড়ান্ত হয়নি৷

সূত্রের খবর, শিবসেনার সাত এবং বিজেপির আট বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন৷ বিজেপির আট বিধায়কের মধ্যে রয়েছে প্রবীণ নেতা সুধীর মুনগানতিওয়ার, চন্দ্রকান্ত পাতিল, গিরিশ মহাজনের নাম৷ অন্যদিকে শিণ্ডে শিবিরের গুলাব রঘুনাথ পাতিল, সগা সারভারকর এবং দীপক বসন্ত কেসরকারের নাম রয়েছে সম্ভাব্য মন্ত্রী তালিকায়৷

গত ৩০ জুন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন যথাক্রমে একনাথ শিণ্ডে এবং দেবেন্দ্র ফড়ণবিশ। তারপর প্রায় ৪০ দিন কাটতে চলল। এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। এর আগে ফড়ণবিশ তালিকা নিয়ে দিল্লি যান। তখন তাঁর সঙ্গে শিণ্ডে যেতে পারেননি। অসুস্থতার কারণে তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। গত সপ্তাহে শিণ্ডে দিল্লি যান। তার পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভার তালিকায় অনুমোদন দেন৷

এতদিন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা না হওয়ায় শিবসেনা এবং বিজেপি বিধায়কদের মধ্যে অসন্তোষ জমা হচ্ছিল। প্রায় ৪০ দিন মহারাষ্ট্র চলল কোনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ছাড়াই। ফলে সরকারি দফতরগুলিতে একটা গা ছাড়া মনোভাব দেখা গিয়েছিল। সরকারের এই পরিস্থিতিকে কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনার উদ্ধব গোষ্ঠী। উদ্ধব সম্প্রতি টুইটে লিখেছিলেন, মন্ত্রিসভা চলছে মাত্র দুজনকে নিয়ে৷

RELATED ARTICLES

Most Popular