Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNarendra Modi: পরিবারতন্ত্র গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গান্ধী পরিবারকে খোঁচা প্রধানমন্ত্রীর

Narendra Modi: পরিবারতন্ত্র গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, গান্ধী পরিবারকে খোঁচা প্রধানমন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সিপিএম, সিপিআই, ডিএমকে সহ ১৪টি বিরোধী দল আগেই জানিয়ে দিয়েছিল, সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট করবে তারা। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বিরোধীদের ছাড়াই অনুষ্ঠিত হল সংবিধান দিবস। ভারতীয় সংবিধানের মাহাত্ম্য নিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। পরিবারতন্ত্র ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষও করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)

কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পার্টি ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি অ্যান্ড অফ দ্য ফ্যামিলি…এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ প্রধানমন্ত্রীর মতে, যোগ্যতার ভিত্তিতে এক বা একাধিক মানুষ কোনও দলে যোগ দিলে, সেই দল কখনও পারিবারিক দলে পরিণত হয় না।

মোদি বলেন, একটা রাজনৈতিক দল বছরের পর বছর ধরে কোনও পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হলে তা সুস্থ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বিরোধী দলগুলির সংবিধান দিবস বয়কটের বিষয়টি নিয়েও মুখ খোলেন নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, ‘কথায় কথায় যারা সংসদ বয়কট করে তারা কীভাবে গণতন্ত্রকে রক্ষা করবে?’

আরও পড়ুন: শুক্রবার পার্লামেন্টে সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের

সংবিধান দিবসের তাৎপর্যের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের সহস্র বছরের ঐতিহ্যের ধারার আধুনিক সংস্করণ হল সংবিধান। দেশের ভালোর জন্য সবাই মিলে বসে সংবিধান তৈরি করা হয়। কাজের মূল্যায়নের জন্য সংবিধান দিবস পালন করা হচ্ছে। ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাও জানান মোদি।

বিরোধীরা সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের যুক্তি দিয়েছিল, কেন্দ্র সংসদীয় ব্যবস্থার মর্যাদা দিতে ব্যর্থ৷ সংসদের একাধিক সিদ্ধান্ত এক তরফা ভাবে নিয়ে চলেছে বিজেপির নরেন্দ্র মোদির সরকার৷ তাই, সংবিধানের মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংসদ প্রতিনিধিরা সেন্টার হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না৷ 

আরও পড়ুন: Adhir Chowdhury: মোদিকে খুশি করতেই সনিয়াকে এড়ালেন মমতা, কটাক্ষ অধীরের

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় স্পষ্ট করে দিয়েছেন, আজকের অনুষ্ঠান কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। এর সঙ্গে সরকার বা কোনও দল কিংবা প্রধানমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। ভারতের সংবিধান এবং বি আর অম্বেদকরকে শ্রদ্ধা জানানোর জন্যই সংবিধান দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে।   

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে কোন দল এগিয়ে?
06:35
Video thumbnail
আজকে (Aajke) | কুণাল ঘোষ তৃণমূলের একজিমা
07:21
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar |এবারের নির্বাচনে গোবলয় থেকে পঞ্জাব হরিয়ানাতে হার-জিত ঠিক করবে কৃষকেরা
14:22
Video thumbnail
Beyond Politics | মঙ্গলসূত্র কেড়ে নেবে ওরা?
10:44
Video thumbnail
Politics | পলিটিক্স (02 May, 2024)
12:48
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী অভিযোগ করলেন মহিলা?
38:08
Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56