Placeholder canvas

Placeholder canvas
HomeদেশVarun Singh: বেঙ্গালুরু কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

Varun Singh: বেঙ্গালুরু কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

Follow Us :

নয়াদিল্লি: তামিলনাড়ুর কুন্নুর সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের (Varun Singh) শারীরিক অবস্থা এখনও সংকটজনক। লাইফ সাপোর্টে রাখতে হয়েছে গ্রুপ ক্যাপ্টেনকে। সেনা সূত্রে খবর, ওয়েলিংটনের হাসপাতাল থেকে সেনাকর্তাকে অ্যাম্বুল্যান্সে করে সুলুর বায়ুসেনা ঘাঁটিতে আনা হচ্ছে। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে (Bangalore Command Hospital)। সেখানেই গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের (Gp Capt Varun Singh Health Update) চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের কাকা, কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং বৃহস্পতিবার জানান, বরুণ সিংয়ের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও আইসিইউতে রয়েছেন। বৃহস্পতিবার লোকসভায় বিবৃতি দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর জীবন বাঁচাতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

বুধবার সেনা চপারে করে সস্ত্রীক ওয়েলিংটনে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। সিডিএসের সঙ্গে আরও ১২ সেনা অফিসার ছিলেন। কপ্টারটি ওয়েলিংটনে নামার মাত্র মিনিট সাতেক আগে, নীলগিরি চা-বাগানের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে চপারটি। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। কপ্টার থেকে কেউ-ই বেরিয়ে আসতে পারেননি। চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই ঘটনাস্থলে মারা যান। একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন – কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ক্যাপ্টেন বরুণ সিং ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন তেজস-কেও

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন জানান, কুন্নুর সেনা চপার দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের (tri-service inquiry)তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্তে নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। দুর্ঘটনার ১২ ঘণ্টা পর বায়ুসেনা প্রধানের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে অভিশপ্ত চপারের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। তদন্তে তামিলনাড়ু পুলিশের ফরেন্সিক দলও যায় ঘটনাস্থলে।

RELATED ARTICLES

Most Popular