সন্দেশখালি: সন্দেশখালি ভাইরাল ভিডিওতে (Sandeshkhali Viral Video) কন্ঠস্বর গঙ্গাধর কয়াল ও জবারানির। কলকাতা টিভির (Kolkata TV) সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন শান্তি দলুই। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন শান্তি দলুই। গত শনিবার সন্দেশখালির ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে বিজেপি নেতা গদাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা সাজানো। সবটাই পরিকল্পিত। তার পর থেকে নির্বাচনের মাঝেই বাড়তি অক্সিজেন পেয়েছে তৃণমূল। লোকসভা ভোটের নির্বাচনে প্রচার এনেছে অনেকটাই ব্যাকফুটে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: বিচ্ছেদের মামলায় স্ত্রীর খরচ পাওয়া উচিত: কলকাতা হাইকোর্ট
গত কয়েক মাস ধরে সন্দেশখালি নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ উঠে আসছিল তা কিভাবে ঘটনা ঘটেছে সিস্ট্রিং অপারেশনে জানিয়েছিলেন। সন্দেশখালি দু’নম্বর ব্লকের সভাপতি গঙ্গাধর কয়াল বিজেপি কর্মী জবারানি সিংহ সঙ্গে ছিলেন সন্দেশখালি ১ নম্বর মন্ডল বিজেপির সভাপতি শান্তির দলুই ইতিমধ্যে গঙ্গাধরের স্ত্রী বিমলা কয়াল তার বাড়িতে এই ভিডিও রেকর্ডিং হয়েছিল,জানিয়েছেন শান্তির দলুই । অন্যদিকে এই ভিডিও ভাইরাল নিয়ে শাসক দল লোকসভা ভোটের নির্বাচনে প্রচার এনেছে অনেকটাই ব্যাকফুটে বঙ্গ বিজেপি। এর মধ্যে কলকাতা টিভি একান্ত সাক্ষাৎকারে শান্তি দলুই বলেন, কোথা থেকে হয়েছে আমি জানিনা আমি ছিলাম গঙ্গাধর ছিল জবারানি ছিল ওই দুজনের কণ্ঠস্বর সত্য কিন্ত আমার ছবি দেখা গিয়েছে সেটা আমি বলতে পারছি না কেন আমি গঙ্গাধর এর বাড়ি চিনি না চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে আমি চাই সিবিআই তদন্ত হোক যদি তদন্তের দোষি সাব্যস্তই তার জন্য যা সাজা আছে আমি মাথা পেতে নেব। রাজনৈতিকভাবে আমাদেরকে কালিমালিপ্ত করছে শাসকদলের নেতারা। কিভাবে হল আমরা বুঝতে পারছি না। কিন্তু সেখানে শান্তির দলুই বক্তব্য উঠে এসেছে সেখানে কি পরিমাণ অস্ত্র কোথা থেকে ঢুকাতে হবে সেই নিয়ে একরাশ খবর দিলেন তিনি চাইছেন সঠিক তদন্ত হোক।
অন্য খবর দেখুন