Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ জুনের
Lok Sabha Election 2024

দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ জুনের

আজ ‘শুভ’ দিন, তাই শেষদিনেই মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর

Follow Us :

মেদিনীপুর: শুভ’ দিনে মনোয়ন পেশ জুনের (Nomination Submissions June Maliah)। আগামী ২৫ মে মেদিনীপুরে ভোট। সোমবার মনোয়ন জমা দেওয়ার শেষ দিন। আর শেষ দিনকেই মনোনয়নের জন্য বেঁচে নিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Maliah)। সচরাচর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নের ঝুঁকি নেন না। কিন্তু দলীয় সূত্রে খবর ‘শুভ’ দিন বলেই এই সিদ্ধান্ত। মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত টানা প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে। সোমবার সকালে নির্মল হৃদয় আশ্রম, কর্নগর মায়ের মন্দির, পাটনা বাজার বুড়া শিবমন্দির, বটতলা কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেন জুন মালিয়া। হাজারেরও বেশি দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে সুসজ্জিত র‍্যালি করে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাজা (Shashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

আরও পড়ুন: আশুতোষ কলেজের ছাত্রের বাড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র

জুন মালিয়ার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা নজরে আসে দলীয় সমর্থকদের। মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত টানা প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে। হাজারেরও বেশি দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মেদিনীপুর কলেজ মাঠ থেকে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলপ্রার্থী। ধুমধাম করে সাড়ম্বরে মনোনয়নপত্র জমা দিতে বের হলেন মেদিনীপুরের বিধায়িকা তথা লোকসভা নির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী জুন মালিয়া। একটি বিশেষ ভ্যানে করে কলেজ মাঠ থেকে বের হন প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ভ্যানটিতে উপস্থিত রয়েছেন কয়েকজন বিধায়কও। দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছে তাই দলীয় নেতা-নেত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে নজরকাড়া। কাউন্সিলর বিপ্লব বসু, অনিমা সাহা, যুবনেতা আবির আগারওয়াল, নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক নেতা নেত্রীরা তাদের দলবল নিয়ে যোগদান করেন এই শোভাযাত্রায়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular