Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকলকাতা, মেদিনীপুরে বৃষ্টি শুরু, বইছে ঝোড়ো হাওয়া

কলকাতা, মেদিনীপুরে বৃষ্টি শুরু, বইছে ঝোড়ো হাওয়া

বিকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি শুরু

Follow Us :

কলকাতা: শুক্রবার এবং আগামিকাল শনিবার বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস কলকাতায়(Kolkata)। দক্ষিণবঙ্গে ২ দিন ধরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর নারায়ণগড় বেলদা সহ বিভিন্ন এলাকায় নামল বৃষ্টি বইছে ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে কলকাতার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। বিকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে। এদিকে সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

আরও পড়ুন: টিকিটের কালোবাজারিতে গ্রেফতার সিএবির দুই সদস্য

কয়েকদিন সকালে শীতের শিরশিরানি অনূভূত হতে শুরু করেছিল। মনে করা হচ্ছিল অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে সোয়েটার করার সময় এসে দেল। এর মধ্যে খারাপ খবর শোনাল হাওয়া অফিস। এখনও কয়েকদিন বাকি শীত আসতে। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। বাড়ল তাপমাত্রা। পুবের হাওয়া চলবে আগামী কয়েক দিন। সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প।

আরও অন্য খবর দেখুন

YouTube player
RELATED ARTICLES

Most Popular