Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়কেরা

মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়কেরা

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া উপহার ফিরিয়ে দিল বিজেপির সাত মহিলা বিধায়ক (BJP MLA)। পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর প্রত্যেক মহিলা বিধায়ককে শাড়ি উপহার (Mamata Gift) দেন। এ বছরেও সেই শাড়ি বিজেপির পরিষদীয় দলের ঘরে দিয়ে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে সেই উপহার ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এই মুহূর্তে উপমুখ্য সচেতন তাপস রায়ের (Tapas Roy) ঘরে পাঠিয়ে দিয়েছেন বিরোধী বিধায়কেরা।

বিজেপি বিধায়কদের তাঁদের দাবি, কামদুনি বিচার পাচ্ছেন না। তাই তাঁরা এই উপহার গ্রহণ করবেন না পারছেন না।

আরও পড়ুন: ‘কন্যা ভ্রুণ হত্যা নয়’ নজরকাড়া থিম শুশুনিয়ার পুজোয়

সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় বিজেপির অফিসে ফিরহাদ গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী শাড়ি পাঠিয়েছেন উপহার হিসেবে। সেইমতো বিজেপির সাত মহিলা বিধায়ক পছন্দ করে সেই শাড়ি নিয়েও নেন। একইসঙ্গে তৃণমূলের মহিলা বিধায়কদের হাতেও তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর উপহার। কিন্তু কিছু সময় পরেই আসেই কামদুনি কাণ্ডের রায়। এরপরই আচমকা বিজেপির মহিলা বিধায়কেরা মমতার দেওয়া উপহার ফেরানোর সিদ্ধান্ত নেন। উপমুখ্য সচেতন তাপস রায়ের কাছে গিয়ে ফিরিয়ে দেন সেই সাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular