Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSameer Wankhede: আরিয়ানের ক্লিন-চিট, এবার কড়া শাস্তির মুখে প্রাক্তন এনসিবি কর্তা সমীর...

Sameer Wankhede: আরিয়ানের ক্লিন-চিট, এবার কড়া শাস্তির মুখে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখাড়ে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে শুক্রবারই মাদক কাণ্ডে ক্লিন চিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।  তাদের পেশ করা চার্জশিটে নামও নেই আরিয়ানের এরই মধ্যে কেন্দ্রীয় সরকার এনসিবির অফিসে সমীর ওয়াংখাড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সমীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

গত বছর অক্টোবর মাসে কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিন দিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।

আগে থেকে খবর পেয়ে ২ অক্টোবর সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। আরিয়ান ও তাঁর বন্ধুরা ছাড়া নুপুর সাতিজা, ইস্মিথ চন্দা, মহাক জাসওয়াল, গোমিত চোপড়া ও ভিক্রন্ত ছোক্কার ছিলেন।

এনসিবির ওই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার বড় কর্তা সমীর ওয়াংখাড়ে। তারপর থেকেই আরিয়ানের গ্রেফতারি নিয়ে নানা বিতর্ক ওঠে সমীরকে নিয়ে। বিভিন্ন মহল থেকে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আরিয়ানকে মাদক মামলায় জড়ানো হয়েছে। এর পিছনে সমীরের হাত ছিল। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অন্দরেও সমীরের ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে।

আরও পড়ুন- Aryan Khan: মাদক মামলায় স্বস্তি শাহরুখ পুত্র আরিয়ান খানের

একই সঙ্গে বিয়ের সময় কাস্ট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও সমীর জালিয়াতি করেন বলেও অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই সব অভিযোগের প্রেক্ষিতে সমীরকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অধিকর্তার পদ থেকে সরিয়ে দেয়। জাল শংসাপত্র দেওয়ার ব্যাপারেও তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক কড়া ব্যবস্থা নিয়েছে। এবার এনসিবি আরিয়ানকে ক্লিন চিট দেওয়ায় ফের নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আগাগোড়াই ভুল পথে তদন্তকে নিয়ে গিয়েছেন। যার জন্য অযথা হেনস্থার শিকার হতে হয়েছে শাহরুখ পুত্রকে।

 

 

RELATED ARTICLES

Most Popular