Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবল না করেই পাঁচ রান দিয়ে ফেললেন অশ্বিন!
Ravichandran Ashwin

বল না করেই পাঁচ রান দিয়ে ফেললেন অশ্বিন!

একা অশ্বিনের দোষ নেই, রবীন্দ্র জাদেজাও সমান দোষী

Follow Us :

রাজকোট: দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৩৮৮ তুলেছে ভারত। ক্রিজে জমাট দেখাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং নবাগত ধ্রুব জুরেলকে (Dhruv Jurel)। দু’জনে মিলে ৫৭ রানের পার্টনারশিপ করেছেন। লক্ষ্য প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলা। একেবারে ঘূর্ণি পিচ না হলেও স্পিনারদের জন্য যথেষ্ট সাহায্য আছে রাজকোটে। ইংলিশ ব্যাটিং লাইন আপকে বেগ দিতে অন্যতম দায়িত্ব অশ্বিনের। কিন্তু তিনি বল করার আগেই পাঁচ রান দিয়ে ফেললেন।

বল না করে রান কী করে দেওয়া সম্ভব? আসলে ভারতকে পাঁচ রান জরিমানা করা হয়েছে যার জন্য দায়ী অশ্বিন। এমসিসির (MCC) ‘আনফেয়ার প্লে ল’ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ার জোয়েল উইলসন (Joel Wilson)। অবশ্য একা অশ্বিনের দোষ নেই, রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) সমান দোষী।

আরও পড়ুন: উইনিং কম্বিনেশন কেন ভাঙতে চাইছেন মোহনবাগান কোচ!

১০২তম ওভার চলছে। রেহান আহমেদের (Rehan Ahmed) বল কভারে ঠেলে এক রান নিতে চেয়েছিলেন অশ্বিন। কিন্তু তিনি দৌড়নো শুরু করেন পিচের মাঝখান দিয়ে, যে জায়গাটা ব্যাটার, বোলার বা ফিল্ডার কারও পা দেওয়ার অধিকার নেই। যাইহোক, জুরেল রান নিতে চাননি, তিনি অশ্বিনকে ফেরত পাঠান।

এরপরেই আম্পায়ার উইলসন এসে অশ্বিনের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে পাঁচ রান পেনাল্টির সিগন্যাল দেন। এর ফলে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তার আগে থেকেই স্কোরবোর্ডে পাঁচ রান থাকবে। নিয়মানুযায়ী পিচের নিষিদ্ধ অংশে পা দিয়ে ফেললে একবার সতর্ক করেন আম্পায়ার। অশ্বিন প্রথমবার ভুল করে ফেললেও গতকাল জাদেজা একই ভুল করে ফেলেছিলেন। সতর্ক করা হয়েছিল তখনই, আজ শাস্তি দেওয়া হল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular