HomeScrollকল আছে জল নেই, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির সুভাষ
Lok Sabha Election 2024

কল আছে জল নেই, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির সুভাষ

Follow Us :

বাঁকুড়া: কল আছে জল নেই, গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এই সমস্যায় জন্য রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি প্রার্থী। ভোটের সময় গ্রামে গেলে মানুষ ক্ষোভ দেখাবে কটাক্ষ তৃণমূলের।

মঙ্গলবার ভোট প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মঙ্গলবার বাঁকুড়ার বড়কুড়্যা গ্রামে হুড খোলা জিপে প্রচার করার সময় সুভাষের গাড়ি আটকে গ্রামের মহিলার পানীয় জল নিয়ে ক্ষোভ দেখান। গ্রামের মানুষ কেন জল পাবেন না। আগে জল দিন তারপর ভোট, এমনই দাবি করতে থাকেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা বলেন, গ্রামে মানুষ জল পাচ্ছেন না। পানীয় জলের তীব্র সঙ্কট গ্রাম জুড়ে, পানীয় জল কবে গ্রামের বাসিন্দারা পাবেন সেটা তাঁরা বুঝে উঠতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, গ্রামে পৌঁছেছে নলবাহিত জলের পাইপ লাইন। বাড়িতে বাড়িতে লাগানো হয়েছে জলের ট্যাপ কিন্তু এতকিছু হলেও খাওয়ার জন্য জল এখনও পৌঁছয়নি। গ্রামে নলকূপ থাকলেও সেইটাও অকেজো। এই ভরা গরমে পানীয় জল আনতে ছুটতে হচ্ছে দেড় কিমি দূরে, যা গ্রামবাসীদের কাছে চরম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন ওই গ্রামে প্রচারে গিয়েছিলেল বিজেপি প্রার্থী সুভাষ সরকার। প্রার্থীকে সামনে পেয়ে পানীয় জল নিয়ে ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা৷।

আরও পড়ুন: কবে থেকে মিলবে শিয়ালদহের সব শাখাতে ১২ বগির ট্রেন, জানুন

এ নিয়ে বিজেপি প্রার্থীর দাবি, কেন্দ্রীয় সরকার পানীয় জলের জন্য সব টাকা পাঠিয়ে দিলেও এই রাজ্যের সরকার সঠিকভাবে তা রূপায়ন করছে না। এর জন্য মানুষেরা সমস্যায় পড়ছেন। পানীয় জলের সমস্যার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, পাঁচ বছরে উনি গ্রামের মানুষের সমস্যার খবর নেননি। এখন ভোট এসেছে ভোট চাইতে গেলে গ্রামের মানুষ ক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular