Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAbhishek Banerjee: দিল্লি নয়, কলকাতাতেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ ইডিকে

Abhishek Banerjee: দিল্লি নয়, কলকাতাতেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ ইডিকে

Follow Us :

কলকতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতার অফিসেই জিজ্ঞাসাবাদ করতে হবে। ইডিকে এমনটাই নির্দেশ দিল মঙ্গলবার কলকাতা হাইকোর্ট। কয়লা পাচার কাণ্ডে ইডি ফের অভিষেককে তলব করেছে। তাঁকে কলকাতায় এবং মেনকাকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল। এর বিরুদ্ধে মেনকা কলকাতা হাইকোর্টে আপিল করে। সেই আপিল মামলায় আদালত ইডিকে কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে। আরও নির্দেশ, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত বলেছে, আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় মেনকাকে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, অভিষেককে আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর কলকাতায় হাজিরার জন্য তলব করেছে ইডি। 

আদালত বলেছে, ইডি যে গোপনীয় নথির যুক্তি দেখাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। নথি দিল্লি থেকে আনা যাবে না, এই যুক্তিও মানা যায় না। গত ২০ মে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরার ক্ষেত্রে একই মামলায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য বিচারপতির। 

মেনকার তরফে কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। তাঁর আইনজীবী আদালতে জানান, অভিষেক এবং রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি আদালতের কাছে রক্ষাকবচ চান। 

আরও পড়ুন; Katwa: বিরিয়ানির বিল ৩ লক্ষ, গলদ ধরায় হাসপাতাল সুপারকে ‘খেলা হবে’ মেসেজ ঠিকাদারের

ইডির আইনজীবী বলেন, দিল্লিতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই দিল্লিতে ডাকা হয়েছে। 

বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, ইডি যখন ডেকেছে, তখন হাজিরা দিতেই হবে। তা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আবেদনকারী যদি সমন খারিজের আবেদন করতেন, আমি তা মঞ্জুর করতাম না। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারপতি জানান, কলকাতাতেই ইডিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় অভিষেক বলেন, দেখবেন, চার-পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে। ২১ জুলাই শহীদ দিবসের সভার পরের দিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। বিকেলে গ্রেফতার হন তিনি। এবারও সেরকম কিছু হবে। তাক পরেই শুক্রবার হাজিরার জন্য তলব পেলেন অভিষেক।

RELATED ARTICLES

Most Popular