Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যশীঘ্রই নীচু শ্রেণির ক্লাসও শুরু হতে পারে, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শীঘ্রই নীচু শ্রেণির ক্লাসও শুরু হতে পারে, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Follow Us :

কলকাতা: শীঘ্রই নীচু শ্রেণির ক্লাসও শুরু হতে পারে। কলকাতার কলেজ স্কোয়ারে একটি অনুষ্ঠানে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধাপে ধাপে সব শ্রেণির ক্লাস শুরু করার ভাবনা রয়েছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই ভবিষ্যতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

১৬ নভেম্বর, মঙ্গলবার থেকেই নবম-দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলছে৷ একই সঙ্গে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসও। ২৫ অক্টোবর উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতি নেওয়া শুরু করে স্কুলগুলি। সমস্ত ভবন স্যানিটাইজ করা হয়।

আরও পড়ুন: ১৬ থেকেই খুলছে স্কুল, মামলা খারিজ করে রাজ্যের সিদ্ধান্ত বহাল হাই কোর্টে

রাজ্যের শিক্ষা দফতর বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস। কোভিড বিধি মেনে ক্লাস নেবেন শিক্ষকরা। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশও দিয়েছে সরকার।  

করোনা সংক্রমণ রুখতে ২০২০ সালের ২৩ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই সময়ই বন্ধ হয়ে যায় স্কুল। তারপর ধীরে ধীরে রাজ্যের সমস্ত অফিস, দোকান-বাজার খুললেও স্কুল-কলেজ কেন খুলছে না? এই প্রশ্ন বার বার উঠছিল বিভিন্ন মহলে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছিল সরকার।

আরও পড়ুন: হোম স্কুলে মাধ্যমিক নয়, কোথায় পড়বে সিট, ক্লাস শুরু হলেই বৈঠকে বোর্ড

RELATED ARTICLES

Most Popular