Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election | দলে বেনোজল, বিক্ষুব্ধদের হুঁশিয়ারি কাজল শেখের
Array

Panchayat Election | দলে বেনোজল, বিক্ষুব্ধদের হুঁশিয়ারি কাজল শেখের

Follow Us :

বোলপুর: তৃণমূলের দলীয় প্রার্থীদের হারানোর জন্য, কিছু লোক ঢুকে আছে,পরে হিসাব বুঝে নেব। মঙ্গলবার নিজের দলের নেতাদের কার্যত হুমকি তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখের। এদিন বীরভূমের বনডাঙ্গা এলাকায় একটি জনসভার বক্তব্যে তিনি আরও বলেন,  চক্রান্ত, ষড়যন্ত্র করে নিজের দলের প্রার্থীদের হারানোর চেষ্টা করছে। আমরা তাদের সমস্ত গতিবিধি নজর রাখছি। তাদের সাবধান হয়ে যেতে বলছি। কেন্দ্রীয় বাহিনী আসবে, ভোট করে চলে যাবে। পরে হিসাব বুঝে নেব বলেও হুশিয়ারি দেন তিনি।

অনুব্রতহীন বীরভূমে ত্রিস্তর নির্বাচনী প্রচারে বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ। এদিন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণের সুরে তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীও নকুল দানা, গুড় বাতাস খায়। সেন্ট্রাল ফোর্স যেভাবে আপ্যায়ন চাইবে আমরা সেই ভাবেই খাতির যত্ন করব। অনুব্রতর পথে হেঁটেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য কাজলের।

আরও পড়ুন: MD Salim | Sukanta | মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেও কটাক্ষ সেলিম, সুকান্তর

কেষ্টহীন বীরভূম জেলায় কাজল আশাবাদী। বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি। কারণ কাজল মানেই নানুরে ম্যাজিক ম্যান। ২০১৬ সালে তার জাদু বলে তৃণমূলকে হারিয়ে সিপিএমকে নানুর বিধানসভা পাইয়ে দিয়েছিল। অনুব্রত মণ্ডলহীন বীরভূমে (Birbhum) কাজল ম্যাজিক দেখিয়েছেন। নানুর বিধানসভায় ছটি অঞ্চল বিরোধী শূন্য। বোলপুর (Bolpur) ব্লকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রত্যাহার করেছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। স্বাভাবিকভাবেই নানুরে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। নানুর বিধানসভার কসবা, সিয়ান, বাহিরী, কঙ্কালীতলা, শিঙি সহ ছয়টি অঞ্চল বিরোধীশূন্য।

RELATED ARTICLES

Most Popular