Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsWB Municipal Election 2022: ঘরে মা মেয়ে, ময়দানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

WB Municipal Election 2022: ঘরে মা মেয়ে, ময়দানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

Follow Us :

বালুরঘাট: বাড়িতে মা-মেয়ে। কিন্তু রাজনৈতিক মঞ্চে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এমনটাই ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) পুরসভায়। এবারের পুরভোটে (WB Municipal Election 2022) ময়দানে দেখা যাবে মা-মেয়ের মুখোমুখি লড়াই। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চর্চা চলছে শহর জুড়ে।

বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের (RSP) আরএসপি প্রার্থী হয়েছেন মা অপর্ণা মহন্ত। প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের (TMC) টিকিটে দাঁড়িয়েছেন তাঁরই মেয়ে অনুশ্রী মহন্ত। ওয়ার্ডের দেওয়াল জুড়ে একদিকে যেমন বাম প্রার্থী মায়ের নাম। তেমনি আবার তৃণমূলের তরফেও জোড়াফুলের প্রতীক চিহ্ন দিয়ে লেখা হয়েছে মেয়ের নাম।

তাঁরা জানিয়েছেন, দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দল তাঁদের সম্পর্কে থাবা বসাতে পারেনি একটুকু।  এমনকী ভোটের ফলাফলের কারণেও তাঁদের সম্পর্কে কোনও বাধা হবে না। তবে, এখন ভোটের ময়দানের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়।

আরও পড়ুন- Adhir Chowdhury: বহরমপুরে দাপিয়ে বেড়াচ্ছেন অধীর, হামলা-পাল্টা হামলার অভিযোগ

অপরদিকে ওয়ার্ডের বাসিন্দাদের বিপদে আপদে দুজনেই তাঁদের পাশে সব সময় গিয়ে দাঁড়ান। তাই  মা-মেয়ে দুই রাজনৈতিক দলের হয়ে ভোটের ময়দানে নেমে পড়ায় শ্যাম রাখি না কুল রাখি তা ভেবে পাচ্ছে না ওয়ার্ডের ভোটাররা।

RELATED ARTICLES

Most Popular