Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলAnti ageing: ত্বকের তারুণ্য ধরে রাখতে দারুন কার্যকরী ঘরোয়া এই অ্যান্টি এজিং...

Anti ageing: ত্বকের তারুণ্য ধরে রাখতে দারুন কার্যকরী ঘরোয়া এই অ্যান্টি এজিং পিল অফ মাস্ক

Follow Us :

প্রকৃতির নিয়মেই বয়স বাড়ছে তা নিয়ে তাই আপনার তেমন মাথা ব্যথাও নেই তবে  মন খারাপ এই নিয়ে যে এর প্রভাব  পড়েছে মুখের ওপর। চোখে কোলে  কিংবা মাথায় তৈরি হয়েছে সুক্ষ্ম রেখা।  কীভাবে ত্বকের তারুণ্য ধরে রাখা যায় এখন সেটাই ভাবিয়ে তুলেছে আপানাকে। এই অবস্থায় অধিকাংশ মানুষই বেছে নেয় বাজার চলতি নামী দামী অ্যান্টি এজিং স্কিন প্রোডাক্টগুলি। কড়া রাসায়নিকে তৈরি এই সব প্রোডাক্ট যত না ত্বকের তারুণ্য বজায় রাখে তার থেকে ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে কয়েকগুণ। তাই বাজার চলতি প্রসাধানীর বদলে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই অ্যান্টি এজিং পিল অফ মাস্ক বানিয়ে নিন এভাবে-

অ্যান্টি এজিং পিল অফ মাস্কের উপকরণ

  • কফি পাউডার- ১ চা চামচ
  • চিনি- ১/২ চা চামচ
  • জেলেটিন পাউডার- ১ চা চামচ
  • গোলাপ জল প্রয়োজন মতো

অ্যান্টি এজিং পিল অফ মাস্ক বানিয়ে নিন এভাবে

  • এই হোমমেড পিল অফ মাস্কের জন্য যে কফির গুঁড়ো ব্যবহার করবেন তা যেন একেবারে মিহি হয়। তাই প্রয়োজনে কফি পাউডার একেবারে মিহি করে মিক্সার ব্লেন্ডারে ভাল করে পিষে নিন।
  • এবার একটি বড় পাত্রে কফি গুঁড়ো, মিহি করা চিনির গুড়ো, জেলেটিন পাউডার ও গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি যেন ঘন হয়। খুব বেশি পাতলা হলে এই পিল অফ মাস্ক মুখ থেকে পরিষ্কার করতে অসুবিধে হবে।
  • এবার মিশ্রণটি ব্রাশের সাহায্যে আপনার মুখে লাগিয়ে নিন। পিল অফ মাস্ক লাগানোর সময় এই মাস্ক যেন আপনার চোখের আশেপাশের অংশ না লাগে। একইভাবে চোখের ভুরুর আশেপাশের অংশটি ছেড়ে এই মাস্ক ব্যবহার করুন।
  • আইব্রোর আশে পাশে এই মাস্ক লেগে গেল তা  টেনে তোলার সময় ভুরুতে টা ন পড়ে দানা বা ব্রণ বেড়োতে পারে।
  • এই মিশ্রণ ১৫ মিনিট পর্যন্ত কিংবা শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন।
  • মাস্ক শুকিয়ে যাওয়ার পর থুতনির কাছ থেকে এই ফেস প্যাক তোলা শুরু করুন।
  • এই মিশ্রণ লাগানোর সময় একটু বেশি বা মোটা করে লাগালে হয়ত মাস্ক শুকোতে বাড়তি সময় লাগবে তবে তোলার সময় মুখে খুব একটা লাগবে না।

পিল অফ মাস্কের উপকারিতা

কফিতে বার্ধক্য প্রতিরোধক বৈশিষ্ট্য রয়েছে। তাই এই পিল অফ মাস্কটি মুখে লাগালে আপনার ত্বকেও ভাল প্রভাব ফেলে এবং বয়সের ছাপ যেমন বলিরেখার সমস্যা হ্রাস পায়। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই মুখে বড় ছিদ্রের সমস্যা দেখা দেয়। এই পিল অফ মাস্ক ব্যবহার করলে তাতে আরাম পাওয়া যায়। এই পিল অফ মাস্কটি আপনার ত্বককে টানটান করে। পাশাপাশি এই পিল অফ মাস্ক ব্যবহার করলে ত্বকে লুকিয়ে থাকা ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর হয় মুখ উজ্জ্বল হয়ে ওঠে।

RELATED ARTICLES

Most Popular