Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsDraupadi Murmu: এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, কে তিনি? জানেন তাঁর আসল...

Draupadi Murmu: এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, কে তিনি? জানেন তাঁর আসল পরিচয়?

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে বিজেপি। দলিতের পর রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম কোনও আদিবাসী যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন।  দেশের পিছিয়ে পড়া মানুষের পাশে যে কেন্দ্রীয় সরকার আছে এটা সেই বার্তাও বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু জানেন কি কে এই দ্রৌপদী মুর্মু? কী তাঁর আসল পরিচয়? বিজেপি কেন তাঁকে প্রার্থী করল?

দেখে নেওয়া যাক কে দ্রৌপদী মুর্মু? 

দ্রৌপদী মুর্মু ১৯৫৮ সালে ২০ জুন ওডিশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু। প্রথম জীবনে দ্রৌপদী পেশায়  শিক্ষিকা ছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের সাম্মানিক শিক্ষক ছিলেন তিনি।

 দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক কেরিয়ার:

  • কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দৌপ্রদী।
  • ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওডিশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেছিলেন দ্রৌপদী।
  • পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন। যে বিধানসভা কেন্দ্র থেকে দু’বার ভোটেও জিতেছিলেন।
  • ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু।
  • তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পুরো মেয়াদ রাজ্যপাল হিসেবে ক্ষমতায় ছিলেন। অর্থাৎ  যিনি পাঁচ বছরের কার্যকালের মেয়াদ পূরণ করতে পেরেছিলেন।
  •  ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী।
  • দ্রৌপদী মুর্মু ওডিশার প্রাক্তন মন্ত্রী ছিলেন।
  • ২০০০ এবং ২০০৪ সালে তিনি বিজেডি (BJD) এবং বিজেপির (BJP) জোট সরকার থাকাকালীন মন্ত্রী হয়েছিলেন। পরিবহণ, পশুপালন এবং মৎস্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর হাতে।
  • ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রায়রাংপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
  • এরপর ২০০৬ সালে ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী।
  • এরপর ২০০৭ সালে সেরা বিধায়ক হিসেবে তাঁকে পুরস্কৃত করে ওডিশা বিধানসভা।

আরও পড়ুন Draupadi Murmu: বেঙ্কাইয়া নয়, রাইসিনায় বিজেপির তাস দ্রৌপদী মুর্মু     

যদি দৌপ্রদী নির্বাচনে জিতে যান, তাহলে ইতিহাস গড়বেন। প্রথম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির  আসনে। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, উপজাতি গোষ্ঠীর কোনও কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতে জনগোষ্ঠীর সমর্থন বিজেপির প্রতি আরও বাড়বে।

আরও পড়ুন Rahul Gandhi: ৩০ মিনিটের বিরতির পর ফের ইডি দফতরে ঢুকলেন রাহুল

 

RELATED ARTICLES

Most Popular