Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCBI: জিজ্ঞাসাবাদের সময়ই ঘটে সাংঘাতিক ঘটনা, বিস্ফোরক দাবি সিসোদিয়ার

CBI: জিজ্ঞাসাবাদের সময়ই ঘটে সাংঘাতিক ঘটনা, বিস্ফোরক দাবি সিসোদিয়ার

Follow Us :

সিবিআই জিজ্ঞাসাবাদের সময়ই আম আদমি পার্টি বা আপ ছেড়ে দিতে চাপ দেওয়া হয়েছিল তাঁকে। সোমবার সিবিআই দফতর থেকে বের হওয়ার পর ফের বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মতো সোমবার দিল্লির সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। 
প্রসঙ্গত, আবগারি-দুর্নীতিতে মণীশের নাম জড়ানোর পর গত অগস্টে তাঁর দিল্লির বাসভবনে বার বার তল্লাশি চালিয়েছিল সিবিআই। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সবুজ সঙ্কেত পাওয়ার পর ওই পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। যদিও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মণীশ। তাঁর বাসভবনে তল্লাশি বা ব্যাঙ্কের লকার খতিয়ে দেখেও কিছু পাওয়া যায়নি। 

সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কী বলেছেন?
‘‘জেলের তালা ভেঙে সিসোদিয়াকে মুক্ত করব।” যদিও বাস্তবে এর কোনওটাই হয়নি।

আরও পড়ুন: Baba Ramdev: সলমন খান ড্রাগ নেয়, মাদক-বিরোধী সভায় বলে বসলেন বাবা রামদেব  

আর আপ কী বলেছিল?
‘গুজরাত নির্বাচনের আগে রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসাবে আখ্যা দিয়ে আপের দাবি ছিল, সোমবারই গ্রেফতার হতে পারেন মণীশ। 

কী জানতে চাইলেন তদন্তকারীরা? 
দিল্লির উপমুখ্যমন্ত্রীর দাবি, আবগারি নীতি নিয়ে কথা হয়েছে। আমাকে আপ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বলা হয়, বিজেপি আমাকে মুখ্যমন্ত্রী করবে। 
উল্লেখ্য, দিল্লিতে মণীশ সিসোদিয়ার বাড়ি, এমনকী ব্যাঙ্কে লকার তল্লাশি চালিয়েও তেমন কিছু পাওয়া যায়নি। তা নিয়ে মণীশের হুঙ্কারও শোনা গিয়েছিল। তাঁর দাবি ছিল, গুজরাত নির্বাচনের প্রচারে যাওয়া থেকে আটকাতে আমাকে জেলে পাঠাতে চাইছে (সিবিআই)। কিন্তু আমি ইডি, সিবিআইকে ভয় পাই না। গোটা কাণ্ডে নরেন্দ্র মোদি সরকারকেই নিশানা করেছে আপ।

RELATED ARTICLES

Most Popular