Placeholder canvas

Placeholder canvas
HomeরাজনীতিFirhad Hakim : পোস্টার বিতর্কে মুখ খুললেন ফিরহাদ

Firhad Hakim : পোস্টার বিতর্কে মুখ খুললেন ফিরহাদ

Follow Us :

কলকাতা: আজ বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁর সেই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক জল্পনা। কারণ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শহর সেজে উঠেছে তাঁর ছবি এবং ফেস্টুনে। সেই সমস্ত জায়গায় দলনেত্রীর পাশাপাশি দেখা পাওয়া গেছে সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee), রয়েছে ফিরহাদ হাকিম (Firhad Hakim), জেলার দুই বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরীর (Bikash Roy Chowdhory) ছবিও। কিন্তু সেই পোস্টারের কোথাও নেই বীরভূমের দাপুটে নেতা অনুব্রতর ছবি। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারোর মতে দল মুছে ফেলতে চাইছে অনুব্রতর প্রভাবশালী তকমা, কেউ আবার বলছে কেষ্টকে ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল! এসবের মাঝেই এবার মুখ খুললেন কল্কাত্র মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর স্পষ্ট বক্তব্য , এইসব কিছুই বোকা-বোকা কথা। 

পোস্টার বিতর্কে যাবতীয় জল্পনার বিরধিতা করে মেয়র জানান ‘কেউ কাউকে ছাঁটে না। মানুষ যার সাথে থাকেন তিনিই নেতা। অনুব্রত আমাদের অখাঙ্কার প্রেসিডেন্ট। তাই তাঁকে ছাঁটার মতো কোনও বিষয় জন্মাইনি।’ এরপর পোস্টারে এবং ব্যানার প্রসঙ্গে তিনি বলেন,’ আমার নাম পোস্টারে আছে কারণ আমি সেখানে যাচ্ছি। আর ওয়েলকাম হোর্ডিং এ তাঁদের নামই দেওয়া হয় জারা সেখানে থাকেন। যেহেতু অনুব্রত এখন জেলে তাই তাঁর নাম সেখানে দেওয়া নেই।’ উল্লেখ্য, মাসখানেক আগে অনুব্রতর গ্রফতারি প্রসঙ্গে তিনি অনুব্রতকে ‘বাঘের’ সঙ্গে তুলনা করেছিলেন।

আরও পড়ুনKolkata International Book Fair 2023: সমালোচনা থেকে রোজ নতুন কিছু শিখি, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

বস্তুত, আজ বিকাল সাড়ে তিনটে নাগাদ সরকারডাঙা হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। তারপর কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনেই দেখা করার কথা নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গেও।

RELATED ARTICLES

Most Popular