Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | Mamata | NB | উত্তরবঙ্গে সব সংখ্যালঘুর পাশে...
Array

Panchayat Election 2023 | Mamata | NB | উত্তরবঙ্গে সব সংখ্যালঘুর পাশে দিদি আছে, দাবি মুখ্যমন্ত্রীর

Follow Us :

মালবাজার: উত্তরবঙ্গে রাজবংশী, সংখ্যালঘু, কামতাপুরীদের পাশে দিদি আছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মালবাজারে ক্রান্তির ভাণ্ডারী ময়দানে পঞ্চায়েতের (Panchayat Election 2023) নির্বাচনী প্রচারে তিনি বলেন, মোদি আজ আছে কাল নেই, সেটা বুঝতে হবে। বাংলায় তৃণমূল ছাড়া আর কেউ নেই। সবার পাশে, সবার জন্য আছে তৃণমূল সরকার। বাম জমানায় জলপাইগুড়ির কোনও উন্নয়ন হয়নি। কিন্তু ক্ষমতায় আসার পর তৃণমূল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের (Jalpaiguri North Bengal) উন্নয়নের জন্য কী না করেনি।

মুখ্যমন্ত্রী কাতর আবেদন, এবার জলপাইগুড়ির মানুষ নিশ্চয়ই তৃণমূলের পাশে থাকবে। তিনি বলেন, আপনারা তৃণমূলকে একটি দোয়া করুন, একটু আর্শীবাদ করুন। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গ তৃণমূলকে বেশ বিমুখই করেছে। সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এদিন জলপাইগুড়িতে তৃণমূলের উন্নয়নের ফিরিস্তি দেন। তিনি বলেন, বাংলায় ৩৪ বছরের বাম শাসন দেখেছেন, গত ১০ বছর ধরে বিজেপি কাজও দেখেছেন। কিন্তু কেউ আপনাদের জন্য ভাবেনি, উন্নয়নের জন্য এগিয়ে আসেনি। একমাত্র তৃণমূল সরকারই সবার জন্য আছে। তিনি বলেন, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। মা-বোনেদের জন্য লক্ষ্মীভাণ্ডার করে দিয়েছি। সবার জন্য স্বাস্থ্যস্বাথী কার্ডের ব্যবস্থা করেছি। একমাত্র এই সরকারই সবার জন্য ভাবে, সবার পাশে দাঁড়ায়।

আরও পড়ুন: Mamata Banerjee | panchayat Election | পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র জিতবে তৃণমূল, আশাবাদী মমতা 

মমতা বলেন, উত্তরবঙ্গে রাজবংশী, সংখ্যালঘু, কামতাপুরী ভাইবোনদের জন্য কাজ করেছে তৃণমূলই। তাঁর দাবি, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল চা-বাগান খোলার কিন্তু বাস্তবে তা করেনি। আমরা এলাকার প্রায় সব চা-বাগান খুলে দিয়েছি। ওরা করেনি তৃণমূল করেছে। তিনি আরও বলেন, ৩লক্ষ চা-শ্রমিককে পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শ্রমিকদের মজুরি এখন ৬৭টাকা থেকে বেড়ে প্রতিদিন ২৭২ টাকা হয়েছে। চা বাগানের শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়ে মমতা বললেন,  চা-বাগানের শ্রমিকদের আমরা চা-বাগানের পাট্টা দেব, কাজ শুরু হয়ে গিয়েছে। কেন্দ্র আমাদের ১০০ দিনের টাকা আটকে রেখেছে। একাধিক বার চাওয়ার পরও বাংলাকে বঞ্চিত করেছে। আর এখন বিদেশে গিয়ে মিথ্যে বলে নাম কেনার চেষ্টা করছে। আমি আপনাদের কথা দিচ্ছি কেন্দ্র টাকা মিটিয়ে দিলেই আমি সব করে দেব আপনাদের। আমার বিশ্বাস এবার জলপাইগুড়ি-কোচবিহারের মানুষ পাশে থাকবে আমাদের পাশে থাকবে।

RELATED ARTICLES

Most Popular