Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, প্রাণ গেল ১০ বছরের শিশুর

ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, প্রাণ গেল ১০ বছরের শিশুর

Follow Us :

কলকাতা: রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু (Dengue)। প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। এরই মধ্যে ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ বছরের শিশুর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর (Child) নাম তিথি হালদার (১০)। বাড়ি পাটুলিতে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিথি বালিগঞ্জের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। বুধবার সেখানেই তার মৃত্যু হয়।

গতকালই দক্ষিণ দমদম থেকে আসে ফের মৃত্যুর খবর। দক্ষিণ দমদম পুরসভা ২০ নম্বর ওয়ার্ডের বাঙুর শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের (৫৮) মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, শ্যামলীদেবী বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয় উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: ডেঙ্গি আতঙ্কের মধ্যেই রাজ্যে কালাজ্বরের হানা, মৃত ১

একইদিনে ঠাকুরপুকুরের আরও এক বাসিন্দার মৃত্যুর খবর মেলে। ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সাউ গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন। রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। এলাকার মানুষ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলর কোনও কাজ করে না। এলাকার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা কিছু নেই। এককথায় বলা যায়, মশার আঁতুঘর হয়ে রয়েছে ১২৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁচার পাড়া।

এই পরিস্থিতিতে রাজ্যে যখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি, তখন ডেঙ্গি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। অবিলম্বে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে মামলায়। পাশাপাশি মামলায় আবেদন করা হয়েছে, যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কার করার জন্য নির্দেশ দিক আদালত। রক্ত পরীক্ষার জন্য মোবাইল ইউনিট চালু করারও আবেদন জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বিজেপি শুধু ভাঁওতাবাজি করে : মমতা
08:39
Video thumbnail
Loksabha Election 2024 | বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কেমন কাটল তৃতীয়দফার নির্বাচন
11:40
Video thumbnail
MD Selim | শান্তিপূর্ণ নির্বাচন হলেও, মুর্শিদাবাদ থেকে সেলিমের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগ
14:37
Video thumbnail
Loksabha Election 2024 | ৩টে পর্যন্ত মালদহ উত্তরে ভোেট ৬১.৫০%
03:42
Video thumbnail
Sukanta Majumder | 'ভিডিয়ো করিয়েছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের
09:23
Video thumbnail
Loksabha Election 2024 | 'ভুয়ো' এজেন্ট ধরলেন সেলিম! TMC বুথ সভাপতি হিটলার সরকারকে মারধরের অভিযোগ
13:37
Video thumbnail
Loksabha Election 2024 | নির্বাচনের উত্তাপ বাড়িয়ে জঙ্গিপুরে হল ভোট উৎসব
10:18
Video thumbnail
Loksabha Election 2024 | ভগবানগোলা উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট ২৯.৩৯%
06:13
Video thumbnail
SSC Scam | '২৫ হাজারে কমপক্ষে ১৯ হাজারের চাকরি নিয়ে বিতর্ক নেই', সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের
09:18
Video thumbnail
Weather | সোমবারের দুর্যোগে ১২ জনের মৃত্যু রাজ্যে
02:18