কলকাতা: ডেঙ্গি (Dengue) আতঙ্কের মধ্যেই শহরে এ বার কালাজ্বরে (Black Fever) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অবধেশ পাশোয়ান (৪৭)। আদতে বিহারের বাসিন্দা হলেও বেশ কয়েকমাস ধরে তিনি বালিতে শ্বশুর বাড়িতে থাকতেন।
হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল তাঁকে। রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তি কালাজ্বরে আক্রান্ত। অবশেষে বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে, রাজ্যে ১১ জন কালাজ্বরে আক্রান্ত। চলতি বছরে রাজ্যে এই প্রথম কালাজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল।
আরও পড়ুন: বাড়ি থেকে নজরদারি, জরুরি ভিত্তিতে ছুটি বাতিলের ঘোষণা মুখ্যমন্ত্রীর
কালাজ্বরে সংক্রমিত হলে মানুষের ওজন কমে যায়, খিদে কমে যায়, বমি বমি ভাব থাকে, শরীরের চামড়া শুকিয়ে যায়, রক্তাল্পতা দেখা দেয়, ১৪ দিনের বেশি জ্বর থাকে প্রভৃতি উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞরা কথায়, স্যাঁতস্যাঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বালি মাছি ডিম পাড়ে। এই মাছির শরীরে বসবাসকারী পরজীবী দ্বারা কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ।
গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা-সহ গোটা রাজ্যে ছড়িয়েছে ডেঙ্গির আতঙ্ক। ভিন্ন জেলা থেকে আসছে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর। সবচেয়ে বেশি ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পুজোর আগে ডেঙ্গি আরও বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডেঙ্গি পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।