Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগুলিতে নিহত বাংলাদেশী জওয়ানের দেহ ফেরাল বিএসএফ

গুলিতে নিহত বাংলাদেশী জওয়ানের দেহ ফেরাল বিএসএফ

Follow Us :

বনগাঁ: তারকাটার গা ঘেঁষে বিএসএফ জওয়ানদের কাঁধে নিয়ে আসা হল কফিন বন্দি মৃত দেহ। কিছুক্ষণ বাদে আনুষ্ঠানিক ভাবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে মৃত বাংলাদেশী জওয়ানের দেহ পৌঁছল বাংলাদেশের মাটিতে। অবশেষে মৃত বাংলাদেশী জাওয়ানের দেহ ফেরাল বিএসএফ।

প্রসঙ্গত সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভারত-বাংলাদেশের সীমান্তে ট‌্যংরা গ্রাম পঞ্চায়েতের বাঁশঘাটা সীমান্ত পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ওই বাংলাদেশী জওয়ানের। মৃতের নাম মোহাম্মদ রহিস উদ্দিন। ওইদিন ভোর রাতে একদল গরু পাচারকারীর সঙ্গে সাময়িক খণ্ডযুদ্ধ বাধে বিএসএফের। পাচারকারীরা সীমান্তের কাঁটা তার পেরিয়ে গরু নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য উদ্যত হলে পাহারারত বিএসএফ জওয়ানরা ওই পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। পাল্টা জওয়ানদের উপর আক্রমণ করে পাচারকারীরা। এরপরই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এরই মধ্যে পাচারকারীদের দলে মিশে থাকা ওই জওয়ানের মৃত্যু হয় বিএসএফের গুলিতে। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি প্রবল উত্তেজনা ছড়ায় গোটা সীমান্তে।

পাশাপাশি কাঁটাতারের পাশ থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয় বিএসএফের তরফে। ঘটনার পরই পাচারকারী সন্দেহে বিএসএফের গুলো নিহত ব্যক্তিকে নিজেদের সেনা জওয়ান দাবি, বাংলাদেশ সরকারের তরফে। তা নিয়েই আকর্ষিক তোলপাড় হয়ে ওঠে গোটা সীমান্ত। পরিস্থিতি সামাল দিতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং ও করা হয়। গোটা ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। ঘটনার একদিন পরে হাসপাতালে ময়নাতদন্তের পর বর্ডার গার্ড বাংলাদেশের হাতে মৃত জওয়ানের দেহ তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে।

তবে এত কিছুর পরেও উঠছে প্রশ্ন ,পাচারকারীদের সঙ্গে ওই জওয়ানের কোনও যোগ ছিল কিনা? ওই দিন ভোররাতে সীমান্তের তারকাঁটা পেরিয়ে ওই জওয়ান কেন ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল তার উত্তর খুঁজছে পুলিশ। সোমবার ভোর রাতে গরু পাচারে বাধা দেয় বিএসএফ বনগাঁ সুটিয়া বিওপি এলাকায়, পাচারকারীরা আক্রমণ করে বিএসএফকে, পাল্টা গুলি চালায় বিএসএফ মৃত্যু হয় পাচারকারীর, বিজিবি দাবি করে মৃত ব্যক্তি বিজিবি সদস্য, সব আইন মেনে এদিন দেহ ফিরিয়ে দেওয়া হয়।

 

RELATED ARTICLES

Most Popular