Placeholder canvas

Placeholder canvas
HomeScrollএআই দক্ষতা ভারতীয়দের আয় বাড়াবে ৫৪ শতাংশ!
Artificial Intelligence

এআই দক্ষতা ভারতীয়দের আয় বাড়াবে ৫৪ শতাংশ!

এই নতুন প্রযুক্তিগত আবিষ্কার সেই পুরনো প্রশ্ন তুলে দিয়েছে, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ

Follow Us :

নয়াদিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভবের পর এক অদ্ভুত দোলাচলে রয়েছে গোটা পৃথিবী। এই নতুন প্রযুক্তিগত আবিষ্কার সেই পুরনো প্রশ্ন তুলে দিয়েছে, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। কারণ এক শ্রেণির মানুষ মনে করছে এআই-এর বাড়বাড়ন্তে চাকরি হারাতে পারে হাজার হাজার রক্তমাংসের মানুষ। কিন্তু অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) নামক এক সংস্থা উল্টো কথা বলছে।

এক রিপোর্টে তারা জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে চাকরিরত ভারতীয়দের ৯৭ শতাংশ মনে করে, এআই দক্ষতা ঠিকমতো আয়ত্তে আনতে পারলে তাঁদের আয় বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। রিপোর্টে বলা হয়েছে এআই দক্ষতা সম্পূর্ণ আয়ত্ত করতে পারলে ভারতীয়দের বেতন বাড়তে পারে গড়ে ৫৪ শতাংশ। তথ্যপ্রযুক্তির (IT) কর্মীদের বেতন বাড়তে পারে ৬৫ শতাংশ এবং রিসার্চ ও ডেভেলপমেন্টের কর্মীদের ৬২ শতাংশ।

আরও পড়ুন: সুখী দেশ হিসেবে ভারত কত নম্বরে জানেন? ১ নম্বরে এই দেশ

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের প্রধান অমিত মেহতা বলছেন, “অর্থনৈতিক সহায়তা ক্ষেত্র থেকে নির্মাণ এবং খুচরো ব্যবসায় এআই-এর ব্যবহার দ্রুতহারে বাড়ছে। সেই কারণে ভারতে উদ্ভাবনী সংস্কৃতি এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে এআই নির্ভর কর্মশক্তি অতি প্রয়োজনীয়।”

এডব্লুএস সংস্থার তরফে ১৬০০ কর্মী এবং ৫০০ সংস্থার উপর সমীক্ষা চালানো হয়েছিল। তাতে জানা গিয়েছে, ৯৫ শতাংশ কর্মী এআই প্রযুক্তিতে পারদর্শী হয়ে কর্মজীবনে উন্নতি করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। জেন জেড-এর ৯৫ শতাংশ, জেন ওয়াই-এর ৯৬ শতাংশ, জেন এক্স-এর ৯৩ শতাংশ এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে চায়। কেরিয়ার সবে শুরু করেছেন এমন অংশ জানিয়েছে, সুযোগ পেলে এআই দক্ষতা বাড়ানোর কোর্স করবেন। অন্যদিকে সমীক্ষায় অংশ নেওয়া সংস্থারা জানিয়েছে, তাদের আশা, এআই দক্ষতা তাদের  উৎপাদন বাড়াতে পারে ৬৮ শতাংশ।

 

RELATED ARTICLES

Most Popular