Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাবন্ধ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন
Belghoria Expressway

বন্ধ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন

যান চলাচল বন্ধ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে

Follow Us :

বেলঘরিয়া: বুধবার ভোরে পর পর লরির সংঘর্ষ। যার জেড়ে বন্ধ যান চলাচল। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Belghoria Expressway)-তে। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। দক্ষিণেশ্বর গামী লেন দিয়ে চলছে গাড়ি। এ দিন ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় একটি লরি। যদিও সেই লরিটির পিছনেও লরি ছিল। আগের লরিটি হঠাৎ থেমে যাওয়ায় পিছনের লরিটি এসে ধাক্কা মারে সামনের লরিটিতে। সংঘর্ষের কারণে ডিভাইডারে লেগে যায় লরি ২টো। এরফলে একটি লরিতে থাকা খালাসির শরীরে একটি অংশ পুরোপুরি আটকে যায়।

এই মুহূর্তে ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই সংঘর্ষের ফলে এয়ারপোর্ট গামী লেনে বন্ধ হয়ে যান চলাচল তৈরি হয়। এই মুহূর্তে দক্ষিণেশ্বর গামী লেন দিয়ে চলছে গাড়ি। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪৯)

উল্লেখ্য, কলকাতা সংলগ্ন অন্যতম গুরুত্বপূর্ণ পথ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। প্রতিদিনই প্রচুর মানুষ ও যানবাহনের যাতায়াতের মাধ্যম এই রাস্তা। দক্ষিণেশ্বর বা গঙ্গার অপর পাড় থেকে যে সমস্ত যানবহন এয়ারপোর্ট বা যশোর রোডের দিকে আসে, সেগুলির বেশিরভাগই এই পথ ব্যবহার করে। কিন্তু আজ ভোরে লরির সংঘর্ষের ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়েছে (Traffic Jam)।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular