Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদন৪০০ কোটির অফারেও আদিত্যর ‘না’

৪০০ কোটির অফারেও আদিত্যর ‘না’

Follow Us :

অতিমারীর কালে পাল্টে গেছে বিনোদনের সংজ্ঞা। বিনোদন এখন অনেকটাই ওটিটি নির্ভর। সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, অজয় দেবগন প্রায় সকলের ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ব্যবসার খাতিরে অনেক প্রযোজকই ছবি মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন। ব্যতিক্রম একজনই- তিনি আদিত্য চোপড়া। করোনা কালে আটকে আছে আদিত্যর চারটে ছবির মুক্তি। তবু অটল তিনি! ওটিটিতে ছবি মুক্তি? নৈব নৈব চ!

আরও পড়ুন : কল্পনার পাশে ছিলেন সোনি- আলিয়া

প্রায় ১৮ মাস হতে চলল আটকে আছে যশরাজ ফিল্মস্- এর ‘বান্টি অওর বাবলি টু’, ‘শামসেরা’, ‘পৃথ্বীরাজ’, ‘জয়েশভাই জোরদার’-এর মুক্তি। এই মুহূর্তের বড়সড় ওটিটি প্ল্যাটফর্মের প্রায় সবকটাই ওটিটি-তে ছবি মুক্তির জন্য অফার দিয়েছিলেন আদিত্যকে। রাজি হননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পর্দাতেই ছবিগুলির মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই রেখেছে যশরাজ ফিল্মস্।

শোনা যাচ্ছে শীর্ষস্থানীয় এক ওটিটি কর্তৃপক্ষের থেকে চারটে ছবি মুক্তির জন্য ৪০০ কোটি টাকার অফার ছিল আদিত্য চোপড়ার হাতে। যদিও অফারে ‘না’-ই বলেছেন যশরাজের কর্ণধার। ‘শামসেরা’ বা ‘পৃথ্বীরাজ’ বড়পর্দাতেই দেখার মতো ছবি। অপেক্ষাকৃত ছোট বাজেটের ছবি ‘বান্টি অওর বাবলি টু’ বা ‘জয়েশভাই জোরদার’-ও বড়পর্দাতেই মুক্তির ব্যপারে আশাবাদী প্রোডাকশন হাউজ। খুব শিগগিরই হয়তো আপকামিং চারটে ছবির মুক্তির দিনও ঘোষণা করব যশরাজ ফিল্মস্।

আরও পড়ুন : বলিউডের দিনমজুরদের পাশে দাঁড়ালেন আদিত্য চোপড়া

 

RELATED ARTICLES

Most Popular