Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsগণধর্ষণ মামলার তদন্তে স্থগিতাদেশের আবেদন কৈলাস বিজয়বর্গীয়দের, নাকচ করল শীর্ষ আদালত

গণধর্ষণ মামলার তদন্তে স্থগিতাদেশের আবেদন কৈলাস বিজয়বর্গীয়দের, নাকচ করল শীর্ষ আদালত

Follow Us :

নয়াদিল্লি: গণধর্ষণ মামলায় অভিযুক্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও অন্য দুই আরএসএস নেতার আবেদনে সাড়া দিল না আদালত৷ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোনও ভাবেই মামলার তদন্তে স্থগিতাদেশ দেওয়া যাবে না৷ তবে, তদন্তের খাতিরে কলকাতা হাই কোর্ট এই অভিযু্ক্তদের আগাম জামিনের আবেদনের অনুমতি দিয়েছে৷ তাই, বিচারপতি এমআর শাহ এবং এএস বোপান্না মামলার পরবর্তী শুনানির ১৬ তারিখ পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন৷

এই মামলায় আরএসএস নেতা জিষ্ণু বসু তাঁদের বিরুদ্ধে হওয়া এফআইআরে স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, শুক্রবার আদালত জানিয়েছে, আর আগেও বহুবার বলা হয়েছে এফআইআরে স্থগিতাদেশে নির্দেশ দেওয়া যাবে না৷ তাই, বারবার আবেদন করেও লাভ নেই৷ ’

এ দিকে কলকাতা হাই কোর্ট বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ তিন জনের রক্ষাকবচের সময়সীমা বাড়ল ২০ নভেম্বর পর্যন্ত। সুপ্রিম কোর্টে গণধর্ষণ মামলা বিচারাধীন, তাই বাড়ল রক্ষাকবচের মেয়াদ। আদালতের বক্তব্য তদন্ত চলবে। কিন্তু মূল মামলার মেরিটে আদালত এই মুহূর্তে কোন রকম হস্তক্ষেপ করবে না। মামলার পরবর্তী শুনানি পুজোর ছুটির পর।

আরও পড়ুন-আর্থার রোড জেলের বাইরে উপচে পড়া ভিড়, পুলিশের নাকের ডগায় ৩০টি মোবাইল চুরি

কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতি মাসের প্রথম সপ্তাহে ভবানীপুর থানায় কৈলাস বিজয়বর্গীয় সহ তিনজনের বিরুদ্ধে গণ ধর্ষণের মামলা রুজু হয়। ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান বিজেপি নেতা সহ তিন নেতা। এরপর কলকাতা আদালত  একাধিকবার কৈলাশের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে।  কিছু শর্তও রেখেছে আদালত।

আদালতের শর্ত অনুযায়ী আবেদনকারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দিতে পারবে না। এই মামলার সঙ্গে যুক্ত কাউকে। নথি নষ্ট করতে পারবে না। তদন্তে প্রভাব খাটাতে পারবে না। পাশাপাশি তদন্তের সহযোগিতা করতে হবে।

বৃহস্পতিবার কৈলাসের আইনজীবী সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। সেই মতো শুক্রবার কিছু শর্তের পরিপ্রেক্ষিতে ফের কলকাতা আদালত জামিন মঞ্জুর করল কৈলাসের।

RELATED ARTICLES

Most Popular