কলকাতা: আজ ৮ মার্চ (March)। প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (international Womens Day) । নারী-পুরুষের সমতার লক্ষ্যে ও নারীর প্রতি সম্মান প্রদর্শনেই প্রতিবছর প্রতিবছরই একটি নতুন থিম নিয়ে পালিত হয় নারী দিবস। এবছরের নারী দিবসের থিম হল 'ডিজিটঅল: লিঙ্গসাম্যের জন্য উদ্ভাবন ও প্রযুক্তি'। তবে একটি বিষয় কখনও লক্ষ্য করেছেন, নারী দিবসের থিম প্রত্যেক বছর বদল হলেও নারী দিবসের জন্য প্রতীকী হিসেবে ব্যবহৃত বেগুনি রঙের কোনও পরিবর্তন হয় না। এর পেছনে রয়েছে অনেক জানা-অজানা কথা।
বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেনের নারীরা ভোটাধিকার পাওয়ার লক্ষ্যে নারী দিবসের রং হিসেবে সাদা এবং সবুজ রংকে ব্যবহার করতেন। তাঁদের মতে সাদা শুদ্ধতা ও সবুজ আশার প্রতীক। তবে নারী মুক্তি আন্দোলের জন্য উপযুক্ত রং হল বেগুনি। এছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন ২০১৮ সালে বেগুনি রংকে নারী দিবসের রং হিসেবে ঘোষণা দেয়। বলা হয় মূলত বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। কারণ নারীরা হল এই অতিবেগুনি রশ্মির মতোই তেজস্বী।
আরও পড়ুন: Howrah Accident: হাওড়ায় দোলে বেপরোয়া গতির বলি ৮
প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রথমবার যুক্তরাষ্ট্র নারী দিবস পালন করে। এরপর ১৯৭৭ সালে জাতিসংঘ সদস্য দেশকে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির লক্ষ্যে নারী দিবস উযাপনের আহ্বান জানানোর পর ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় এই বিশেষ দিনটি।
শেয়ার করুন