skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollস্টয়নিসের অতিমানবিক ইনিংসে মুগ্ধ বিশ্বসেরাও!  
Marcus Stoinis

স্টয়নিসের অতিমানবিক ইনিংসে মুগ্ধ বিশ্বসেরাও!  

স্টয়নিসকে হাল্কের সঙ্গে তুলনা করেছেন স্কাই

Follow Us :

চেন্নাই: মঙ্গলবার এম এস ধোনির (MS Dhoni) চেন্নাইয়ের বিরুদ্ধে অতিমানবিক ইনিংস খেলে লখনউকে ম্যাচ জিতিয়েছেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। বল হাতে চার ওভারে ৪৯ রান দিয়েছিলেন অজি অলরাউন্ডার। ব্যাট হাতে সুদে আসলে পুষিয়ে দিলেন তিনি। ব্যাট হাতে সত্যিই যেন ‘সুপার জায়ান্ট’ হয়ে উঠলেন। তাঁর ৬৩ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

এই ফর্ম্যাটে পৃথিবীর সেরা ব্যাটার সূর্যকুমার যাদবও (Surya Kumar Yadav) স্টয়নিস তাণ্ডবে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে স্টয়নিসের মারমুখী মেজাজের ছবি দিয়েছেন সূর্য। ছবির সঙ্গে জুড়েছেন মার্ভেল সিরিজের জনপ্রিয় চরিত্র হাল্কের (Hulk) ছবি। তিনটি হাততালির ইমোজিও রয়েছে। মঙ্গলবার যেন সত্যিই হাল্ক হয়ে উঠেছিলে স্টয়নিস। চেন্নাই বোলারদের ধরে ধরে দুরমুশ করেছেন।

আরও পড়ুন: চেলসিকে পাঁচ গোলের মালা পরিয়ে শীর্ষে আর্সেনাল 

 

ম্যাচের নায়ক কিন্তু সমস্ত কৃতিত্ব একাই নিয়ে নিচ্ছেন না। নিকোলাস পুরানের (Nicholas Pooran) ১৫ বলে ৩৪ রানের ইনিংস তাঁকে সাহায্য করেছে সে কথাও অকপটে স্বীকার করেছেন। স্টয়নিস বলেন, “ম্যাচের একটা পর্যায়ে আমি বাউন্ডারি মারতে পারছিলাম না। সে সময় পুরান এসে চাপ হালকা করে। ম্যাচে বারবার উত্থান পতন হয়েছে, আমি চেষ্টা করে গিয়েছি নিয়ন্ত্রণ ধরে রাখার।” স্টয়নিস এও জানান, বাউন্ডারি মারার জন্য নির্দিষ্ট কিছু বোলারকে নিশানা করে নিয়েছিলেন তিনি।

এলএসজির কাছে হেরে লিগ টেবিলে পাঁচ নম্বরে নেমে গিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। লখনউ উঠে এসেছে চার নম্বরে। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস (RR)। দুইয়ে কলকাতা নাইট রাইডার্স (KKR), সাত ম্যাচে তাদের সংগ্রহ ১০। সমসংখ্যক পয়েন্ট লখনউ এবং হায়দরাবাদের (SRH) থাকলেও নেট রান রেটে এগিয়ে কেকেআর।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular