Placeholder canvas

Placeholder canvas
HomeআজকেAajke | বিজেপির নেতৃত্বে এনডিএ দেশে ৪১১, আর বাংলায় বিজেপি ২৫টা আসন...
Aajke

Aajke | বিজেপির নেতৃত্বে এনডিএ দেশে ৪১১, আর বাংলায় বিজেপি ২৫টা আসন পাবে?

Follow Us :

নির্বাচন এসে গেছে, সেই কবে প্রণয় রায়ের অনুষ্ঠানে আমরা নির্বাচনের ওপিনিয়ন পোল দেখা শুরু করেছি। সে সময়ে সঙ্গে থাকতেন আজকের যোগেন্দ্র যাদব, তখন অবশ্য সেফোলজিস্ট, থাকতেন দোরাব সোপারিওলা, অনুষ্ঠানের নাম ছিল ‘দ্য ভার্ডিক্ট’। সব ওপিনিয়ন পোল মিলে যেত? সব একজিট পোল মিলে যেত? না। বহু সময়ে মিলেছে, বহু সময়েই মেলেনি। কিন্তু আকর্ষণীয় ছিল সেই অনুষ্ঠানগুলো যা পরে প্রত্যেকটা টিভি চ্যানেলে নানা রূপে এসেছে। ন্যাশনাল হিন্দি চ্যানেলগুলোতে তো রীতিমত যাত্রাপালা শুরু হয়ে যায় নির্বাচনের সময়ে, ট্রেন ছুটছে, ঘোড়া ছুটছে, হেলিকপ্টার উড়ছে, দেখাদেখি আঞ্চলিক টিভি চ্যানেলেও সেসব এক ব্যাগ মজা চলে এল। কেন? কারণ হল টিআরপি। টেলিভিশন রেটিং পয়েন্ট। যে যার ইচ্ছেমতো সার্ভে করেছি বলে সমীক্ষার ফলাফল বের করতে শুরু করল। আর ঠিক সেই সময়ে মোদি সাম্রাজ্যের সূচনা। সেই সূচনার আগে ছবিটা কেমন ছিল? ধরুন দ্য হিন্দু সিএনএন আইবিএন-এর ওপিনিয়ন পোল করেছিল সিএসডিএস, বলেছিল কংগ্রেস ১৪৯–১৫৭, এনডিএ ১৭২ থেকে ১৮০, আর অবিজেপি, অকংগ্রেস দলগুলো ২০৮-২২৪টা আসন পাবে। মানে একক সংখ্যাগরিষ্ঠতা কারও নয়, বিজেপি একা ক্ষমতায় আসতে পারছে না। টাইমস নাউ সি ভোটার কী বলেছিল? ১১৭ ইউপিএ, এনডিএ ১৮৬ আর অন্যরা ২৪০। কেউ কেউ বলেছিল বিজেপি নয়, কিন্তু এনডিএ ক্ষমতায় আসছে, কেউ কেউ বলেছিল মিলিজুলি সরকার হবে। মানে বিভিন্ন সার্ভের বিভিন্ন মত। এই সমস্ত বিভিন্ন মত প্রায় উবে গেল ২০১৯ থেকে, নির্বাচন ঘোষণাই হয়নি, প্রার্থী তালিকা সবাই বের করে উঠতে পারেনি, কিন্তু আয়গা তো মোদি হি। সব শেয়ালের এক রা। প্রতিটি ন্যাশনাল চ্যানেল, উত্তর ভারত থেকে প্রকাশিত খবরের কাগজ এক বাক্যে সেরে দিচ্ছে তাদের সমীক্ষা। সেটা ২০১৯ থেকে শুরু হয়েছিল, এখন বৃত্ত সম্পূর্ণ। এখনও বিজেপিই কি সারা দেশের প্রার্থীর নাম জানাতে পেরেছে? সর্বত্র অ্যালায়েন্স ঠিক হয়েছে? বিরোধী দলগুলো জানিয়েছে তাদের প্রার্থীদের নাম? না জানায়নি। কিন্তু সমীক্ষা এসেছে, কত থেকে কত নয়, এগজ্যাক্ট নাম্বার বলে দেওয়া হচ্ছে। মাথায় রাখবেন সংসদে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ৩৭০ তো পাবই, বাকিটা শরিক দল পাবে, সব মিলিয়ে অবকি বার ৪০০ পার। তো প্রভু যিনি সকালসন্ধেয় বিস্কুট ছুড়ে ছুড়ে দেন, তিনিই বলেছেন ৪০০ পার, অতএব যা হওয়ার তাই হয়েছে। একটা চ্যানেলের সমীক্ষা এসেছে, নিউজ এইট্টিন, তারা জানিয়েছে দেশে বিজেপির নেতৃত্বে এনডিএ পাবে ৪১১, মানে হে প্রভু আপনি কম করেই বলেছেন, যা বলেছেন তার থেকে আপনি আরও ১১টা বেশিই পাবেন। আর বাংলায় ১৮ থেকে এবারে ২৫টা আসন, মানে ৭টা আসন বেশি পাবে। এখানে আর একটা টুইস্টও আছে, এই চ্যানেলের বাংলা চ্যাপ্টারের মাথায় যিনি বসে আছেন তিনি খানিক ভোডাফোনের পাগটির মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে পিছনেই থাকেন, তো স্বাভাবিকভাবে মানুষজনের ধারণা চ্যানেলটি তাহলে নিশ্চয়ই মমতাপন্থী। এবার তারাই যখন বলছে বিজেপি এ রাজ্যে ২৫ পাবে তাহলে তো হয়েই গেছে। তো নিউজ এইট্টিন-এর এই ৪১১ আর ২৫-এর ঘোষণাই আমাদের বিষয় আজকে, বিজেপির নেতৃত্বে এনডিএ দেশে ৪১১, আর বাংলায় বিজেপি ২৫টা আসন পাবে?

জানা যায়নি সমীক্ষার ভিত্তি কী ছিল? জানা যায়নি সেই সমীক্ষার বাকি তথ্য, চ্যানেল এইট্টিন-এর সমীক্ষাতে কেবল জানিয়ে দেওয়া হয়েছে যে দেশে বিজেপি পাচ্ছে ৪১১টা আসন, আর বিরাটভাবে বাড়ছে উত্তরপ্রদেশে, তেলঙ্গানাতে আর বাংলায়। তো এই ঘোষণার ক’দিন পরেই হাতে এসে গেছে নির্বাচনী বন্ড বিক্রির অনেক তথ্য, তার বেশ কিছু আপনারাও দেখেছেন, আমি আজ কেবল একটা তথ্য নিয়েই হাজির।

আরও পড়ুন: Aajke | শান্তনু ঠাকুর, সাংসদ, নাগরিকত্বের আবেদন করেছেন? সত্যিটা জানুন

সবথেকে বেশি যারা চাঁদা দিয়েছেন তাঁদের ১০০ জনের তালিকার মধ্যেই আছে কুইক সাপ্লাই চেন, এই কোম্পানির সঙ্গে লতায় পাতায় সম্পর্ক, মুকেশ আম্বানির রিলায়েন্সের হিসেবের খাতা দেখেন এনারা, কর সম্পর্কিত বিষয়গুলোও দেখেন, কোম্পানির মাথায় রয়েছেন লক্ষ্মীদাস বল্লভদাস মার্চেন্ট, ইনি ২৫ কোটি টাকার ইলেকশন বন্ড কিনেছেন এবং ইনিই ওই নিউজ এইট্টিনের মালিক। এনার সঙ্গে আরেকজনের নামও আছে তিনি হলেন অস্মিতা মার্চেন্ট, এনার পরিচয় পাইনি, পেলে জানাব। এই কুইক চেইন সাপ্লাই-এর মোট লাভ যা হিসেবের খাতাতে আছে তার পরিমাণ ১০৯ কোটি টাকা, কিন্তু ইনি নির্বাচনী তহবিলে দান করেছেন ৪১০ কোটি টাকা। এই যে কোটি কোটি টাকার বন্ডের কারবার, তার শুরুয়াত বিজেপির হাত ধরেই। আর সেই তালিকাতে জ্বলজ্বল করছে যাঁর নাম তাঁর চ্যানেলে নির্বাচনী সমীক্ষায় জানানো হল যে এবারে এনডিএ ৪১১টা আসন পাবে, রাজ্যে ২৫টা আসন পাবে। ওদিকে পাগ মহাশয় খানিক বিপত্তিতে তো বটেই, কারণ শ্যাম আর কূল দুই রাখার সমস্যার সমাধান বড্ড কঠিন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, একজন রিলায়েন্স ঘনিষ্ঠ ব্যবসায়ী, যিনি নিজে ২৫ কোটি টাকা চাঁদা দিয়েছেন এবং কাকে দিয়েছেন সেটাও সব্বার জানা, সেই কোম্পানির টিভি চ্যানেল যখন এই বাংলাতে এমনকী প্রার্থী তালিকাও বের হওয়ার আগে যখন জানিয়ে দেয় যে বিজেপি বাংলায় ২৫টা আসন পাবে, তা কি মানুষ আদৌ বিশ্বাস করবে? শুনুন মানুষজন কী বলেছেন।

বছর তিন চার আগে থেকে রবীশ কুমার গোদি মিডিয়া বলা শুরু করেছিলেন, তখন এই ন্যাশন্যাল টিভি চ্যানেল বা খবরের কাগজ, সংবাদমাধ্যম সত্যিই আরএসএস-বিজেপির কোলে চড়ে বসে থাকত, সঠিক নামকরণই করেছিলেন রবীশ কুমার। কিন্তু এখন সেই নামও বদলাতে হবে। এখন তার নাম ঘৌ চ্যানেল, বিস্কুট দিলেই ল্যাজ নাড়াচ্ছে, তারা এখন কোলেও নেই, এখন মালিকের পিছনে পিছনে ঘুরছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
আমার শহর (Amar Sahar) | 'কেটে গেছে মাসের পর মাস', বিকল স্বাস্থ্য কেন্দ্রের জলের প্ল্যান্ট
02:14
Video thumbnail
Baguiati Chaos | নর্দমায় ঢুকিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারল দলের কর্মীরাই
06:01
Video thumbnail
Weather News | নতুন রেকর্ডের পথে তীব্র তাপপ্রবাহ-হাসফাঁসানি গরম, সাত জেলায় আজ সতর্কবার্তা
01:18
Video thumbnail
BJP | কসবায় আক্রান্ত বিজেপির মহিলা মণ্ডল সভাপতি, অভিযোগের তির তৃণমূলের দিকে
02:44
Video thumbnail
Top News | আজ বঙ্গে নাড্ডার বক্তব্যের ঝাঁঝ কতটা তীব্র হবে?
38:07
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | মারের পালটা মার! TMCকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
03:40
Video thumbnail
Lok Sabha Election 2024 | কসবায় মার খেয়ে রক্তাক্ত বিজেপি-র মহিলা নেত্রী
09:43
Video thumbnail
BJP | কসবায় বিজেপির মহিলা মণ্ডল সভাপতি রক্তাক্ত! অভিযুক্ত তৃণমূল
01:23
Video thumbnail
TMC | নির্বাচনের মাঝেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খু*ন
03:56
Video thumbnail
BJP | ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, BJP মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
04:42