Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsআদানি-হিন্ডেনবার্গ মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট

আদানি-হিন্ডেনবার্গ মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়াদিল্লি: আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) বড় স্বস্তি পেল আদানি গোষ্ঠী (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলেছে, সেবি (SEBI) থেকে সিট (SIT)-এ এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভারতীয় কর্পোরেট জায়ান্ট আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্বের পিটিশনের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছে।

এই রায়ের প্রেক্ষিতে আদানি গ্রুপের মালিক গৌতম আদানি তাঁর এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করে লেখেন, সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে। যারা আমাদের পাশে থেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের প্রবৃদ্ধির গল্পে আমাদের নম্র অবদান অব্যাহত থাকবে। জয় হিন্দ।

আরও পড়ুন: কীভাবে মোবাইলেই করবেন নাগরিকত্বের আবেদন?

RELATED ARTICLES

Most Popular