Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsঅসমে বিজেপির হামলা কলকাতা টিভির উপর

অসমে বিজেপির হামলা কলকাতা টিভির উপর

ফের আক্রান্ত ভারত জোড়ো ন্যায়যাত্রা

Follow Us :

শোণিতপুর (অসম): বিজেপি-শাসিত অসমে ফের আক্রান্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। রবিবার কংগ্রেস নেতৃত্ব ও কলকাতা টিভিসহ বিভিন্ন সাংবাদিক, চিত্র সাংবাদিকদের উপর জামুগুড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা। গাড়িতেও ভাঙচুর চালায় তাণ্ডবকারীরা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে রাহুল গান্ধীর যাওয়ার কথা ছিল। সেখানে বিজেপির হাতে গোনা কয়েকটি ছেলে একটি মিছিল বের করে। সেই সময় সাংবাদিক ও কংগ্রেস নেতাদের কয়েকটি গাড়ি যাচ্ছিল। তাদের উপর হামলা করে ওই মারমুখী যুবকরা।

আরও পড়ুন: রামসেতুতে মোদি, মন্দিরে বাজবে বঙ্গের শ্রীখোল

কংগ্রেসের দাবি, প্রবীণ নেতা জয়রাম রমেশের গাড়ি এবং ক্যামেরাম্যানকে বিজেপি কর্মীরা হেনস্তা করে। এদিন এই যাত্রা অষ্টম এবং অসমের বুকে চতুর্থ দিনে পা রাখল। বিশ্বনাথ জেলা থেকে শোণিতপুর হয়ে নগাঁওয়ে যাওয়ার কথা আজকের যাত্রা। সেখানে কালিয়াবোরে একটি জনসভায় ভাষণ দেওয়ার ঠিক আগে এই ঘটনা ঘটনায় বিজেপি।

বিশেষ করে বিজেপির আক্রমণের লক্ষ্যবস্তু ছিল সংবাদ মাধ্যম। বেশ কয়েকজনের কাছ থেকে ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি কেড়ে নেওয়া হয়। কয়েকটি গাড়ি ভেঙে দেয় তারা। রমেশের গাড়িকে তাড়া করলে তাঁর চালক গাড়ি ঘুরিয়ে নেওয়ার কোনওরকমে রক্ষা পান তিনি।

রাহুল এদিন আদানি-আম্বানিদের নাম না করে বলেন, কয়েকজন শিল্পপতি দেশ চালাচ্ছেন। অসমের যুবসমাজ এবং কৃষকদের প্রতি অবিচার চলছে। স্কুল-কলেজে পড়তে গিয়ে কয়েক লাখ টাকা খরচ করার পরে তারা বুঝতে পারছে রাজ্যে চাকরি নেই। এর প্রতিবাদেই আমাদের ন্যায়যাত্রা।

প্রসঙ্গত, আগামিকাল, সোমবার রাহুল বোরডোভা থানা এলাকায় বৈষ্ণব সাধু শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে যেতে পারেন। সেই মতোই কর্মসূচি রয়েছে। কিন্তু, রামজন্মভূমি অযোধ্যায় ওইদিন মন্দির উদ্বোধন আছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুলকে শঙ্করদেবের জন্মস্থানে না যেতে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ভগবান রামের সঙ্গে মধ্যযুগের বৈষ্ণব সাধুর কোনও ধর্ম প্রতিযোগিতা নেই। রাহুল যেন সেখানে না যান।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular