আবুধাবি: ৭০০ গাড়ি, চার হাজার কোটির প্রাসাদ, বিশ্বের বিভিন্ন সংস্থার বড় অঙ্কের শেয়ার রয়েছে দুবাইয়ের এই পরিবারের। বিশ্বের মোট খনিজ তেলের ৬ শতাংশের মালিক এই পরিবার। বিশ্বের সবথেকে ধনী এই পরিবারটির নাম আল নাহিয়ান রয়্যাল পরিবার। এটি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পরিবার। বিন জায়েদের ১৮টি ভাই এবং ১১টি বোন। এ ছাড়াও ৯টি সন্তান এবং ১৮ টি নাতি ও নাতনি রয়েছে তাঁর পরিবারে। যেই প্রাসাদে তাঁরা থাকেন তার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৭৮ কোটি টাকা। এ ছাড়াও ৮টি ব্যক্তিগত বিমান এবং জনপ্রিয় ফুটবল ক্লাবেরও মালিক বিশ্বের ধনীতম এই পরিবার।
আরও পড়ুন: নাবালকদের সঙ্গে দলবদ্ধ যৌনতা! গ্রেফতার মার্কিন মহিলা
দুবাইয়ের এই পরিবারই মালিক ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন সংস্থার বড় অঙ্কের শেয়ার রয়েছে এই পরিবারের হাতেই। সেই শেয়ার তালিকায় রয়েছে ইলোন মাস্কের সংস্থা স্পেসএক্স থেকে রিহানার বিউটি ব্র্যান্ড ফেনটিও। আবুধাবির শাসকের ছোটভাইয়ের সংগ্রহেই রয়েছে ৭০০টি দামি গাড়ি। বিশ্বের সমস্ত দামি গাড়িই রয়েছে এই পরিবারের গ্যারাজে। যেই প্রাসাদে তাঁরা থাকেন তা ৯৪ একর জায়গার উপর তৈরি। লন্ডন, প্যারিসের মতো বিশ্বের বড় বড় শহরে একাধিক সম্পত্তি রয়েছে তাঁদের।
আরও অন্য খবর দেখুন