Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsবয়স হলে কর্মক্ষমতা কমবে এটা ধ্রুব সত্য : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বয়স হলে কর্মক্ষমতা কমবে এটা ধ্রুব সত্য : অভিষেক বন্দ্যোপাধ্যায়

নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কী বললেন অভিষেক?

Follow Us :

কলকাতা: বয়স হলে কর্মক্ষমতা কমবে এটা ধ্রুব সত্য। এটা অস্বীকার করার কিছু নেই। আমি ৩৬ বছর বয়সে হেঁটেছি, নবজোয়ার কর্মসূচি করেছি। ৭০ বছর হলে পারব?  বয়স হলে কর্মক্ষমতা কমে এতে অসুবিধার কী আছে? আজকে যেটা করতে পারছি ৬০ বছর হলে পারব? এটাই বলতে চেয়েছি। নিজেই দলে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এটাও বলেন, এই কথাটাই এত বাজার গরম করার কী আছে?

একইসঙ্গে রবিবার অভিষেক বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে চেষ্টা করেছি পালন করার। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোথাও দ্বন্দ্বের জায়গা নেই। দল ২০২১ সালের নির্বাচনে নেতৃত্ব দিতে বলেছিল করেছি। নবজোয়ার কর্মসূচি, দিদির সুরক্ষা কবচ করেছি। ২০২৪ সালেও দল দায়িত্ব দিলে অক্ষরে অক্ষরে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। সব দিয়ে তাঁর পাশে দাঁড়াব।

আরও পড়ুন: হক মারছে যারা মানুষ তাদের শাস্তি চাইছে, বললেন মহম্মদ সেলিম

এদিন পৈলানে প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে হাজির হল স্থানীয় সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো জন প্রবীণ নাগরিকের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সূচনা করবেন প্রবীণ নাগরিক তারাপদ ঘোষকে দিয়ে। ৭৬ হাজার ১২০ জনকে তা দেওয়া হচ্ছে। এদিন প্রবীণদের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, পৈলানের দৌলতপুর যুব সঙ্ঘের মাঠ থেকে প্রতিবার রাজৈনৈতিক কর্মসূচি শুরু করি। এদিন প্রতিটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে। প্রতিটা ওয়ার্ডে সভা হচ্ছে। সভামঞ্চ থেকে গরিব প্রবীণদের হাতে এক হাজার টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। ১০ নভেম্বরের সভা থেকে এই বিষয়ে কথা দিয়েছিলাম। ৭৬ হাজার ১২০ জন লোকের অ্যাকাউন্টে মাসিক ১ হাজার টাকা করে সহায়তা পৌঁছে দিতে পারব। এর জন্য ১৬ হাজার ৩৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়েছেন।

এদিন বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে নাম না করে অভিষেক বলেন, এদিন অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে। এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখছেন। দুমাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আগে ভোট দাও তারপর কাজের নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয়। আমি কথা দিলে কথা রাখি। কাজ করে দেখাই। বার্ধক্যভাতা আমাদের মানবিক সরকার চালু করবে আশা রাখছি। ভারতের কোনও লোকসভা কেন্দ্রে করে দেখাতে পারেনি। এক ডাকে অভিষেকে ১৭ লক্ষ মানুষ সমস্যার কথা জানিয়েছেন। অভিষেকর মুখে এদিন শোনা যায় বিভিন্ন বিষয়ের সাফল্যে ডায়মন্ডহারবার মডেলের কথা। তিনি বলেন, যে কোনও নেতাকে বলব যদি পারেন ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করে দেখান।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular