Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsমোদির ভাষণ শুরু ঐতিহাসিক সেন্ট্রাল হলে, পুরনো থেকে নতুন সংসদ ভবনের দরজা...

মোদির ভাষণ শুরু ঐতিহাসিক সেন্ট্রাল হলে, পুরনো থেকে নতুন সংসদ ভবনের দরজা খুলবে আজ

গণেশ চতুর্থীর দিনেই নতুন বাড়িতে পা রাখবেন সাংসদরা

Follow Us :

নয়াদিল্লি: সংসদের পুরনো ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে ভারতীয় সংসদীয় ইতিহাসের ঐতিহ্য নিয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, ১৯৫২ সাল থেকে এই সেন্ট্রাল হলেই ৪১ জন রাষ্ট্রপ্রধান সাংসদদের সামনে বক্তৃতা দিয়েছেন। ব্রিটিশ যুগের পুরনো সংসদ ভবন থেকে আজ, মঙ্গলবার নতুন বাড়িতে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। গণেশ চতুর্থীর দিনে আর কয়েক ঘণ্টার মধ্যেই খুলে যাবে নয়া ঝাঁ চকচকে ভবনের সদর দরজা।

এই অধিবেশনে সংসদ ভবনের উত্তরাধিকার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বেলা ১১টায় সংসদ সদস্যরা দেড় ঘণ্টার একটি অনুষ্ঠানে হাজির থাকেন। এরপর মধ্যাহ্নভোজের বিরতির পর লোকসভা ও রাজ্যসভার কার্যাবলি শুরু হবে। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সাংসদরা যৌথ ফটোসেশনে অংশ নেন। সেখানে বিজেপি সাংসদ নরহরি আমিন সংজ্ঞাহীন হয়ে পড়েন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সেন্ট্রাল হলে অনুষ্ঠানে বলেন, এই সেই সেন্ট্রাল হল, যেখানে ১৯৪৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সংবিধান পরিষদের বৈঠক হয়েছিল। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং দাদাসাহেব আম্বেদকরকে স্মরণ করছি এই দিনে।

প্রসঙ্গত, সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলা সংরক্ষণ বিল অনুমোদিত হয়ে গিয়েছে। এই বিলের মূল উপপাদ্য বিষয় হচ্ছে, লোকসভা ও বিধানসভা ভোটে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। গত রবিবারই হায়দরাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, এটা আমাদের, আপনা হ্যায়।

RELATED ARTICLES

Most Popular